সর্বশেষ আপলোডকৃত

সূরা : সুরা রা'দ

قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّاۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّٰرُ

তুমি জিজ্ঞাসা করো, আকাশমন্ডল ও পৃথিবীর প্রতিপালক কে ? তুমি বলো, আল্লাহ। তুমি ঘোষনা করে দাও ! তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন লোকগুলোকে আউলিয়া হিসেবে কেনো গ্রহণ করেছো? যারা তাদের নিজেদের জন্যে উপকার কিংবা ক্ষতি করার মতো কোন ক্ষমতারই মালিক নয়। তুমি জিজ্ঞাসা করো, অন্ধ আর যে ব্যক্তি চোখে দেখতে পায়, এরা কি কখনো সমান হতে পারে ? কিংবা আলো ও অন্ধকার কি সমান হতে পারে ? তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে, তারা কি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে ? যার ফলে তাদের সৃষ্টি এদের কাছে একইরূপ বলে মনে হচ্ছে। তুমি বলে দাও ! আল্লাহই একমাত্র সব সৃষ্টি করেছেন। তিনি হলেন একক ও মহাপরাক্রমশালী।

সূরা : সুরা হুদ

وَأُتْبِعُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ عَادًا كَفَرُوا۟ رَبَّهُمْۗ أَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُودٍ

ফলে এই পৃথিবীর মধ্যে অভিশাপ ওদের পেছনে লেগেই রয়েছে, আর কিয়ামতের দিনেও থাকবে। জেনে রাখ, নিশ্চয়ই আ'দ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছে। সাবধান ! তোমরা জেনে রাখ ! হুদ জাতি- আ'দ জাতির জন্যে ধ্বংসই রয়েছে।

সূরা : সূরা আন নাস

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

গোপন ও প্রকাশ্য থেকে

সূরা : সূরা আন নাস

الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ ۙ

যে মানুষের অন্তরের মধ্যে কু-মন্ত্রণা দেয়।

*114(5)নং আয়াতের ব্যাখ্যায়,7(20),20(120),50(16)...।

সূরা : সূরা আন নাস

مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَنَّاسِ ۪ۙ

পিছন থেকে বাধা প্রদান কারীর কু-মন্ত্রণার অনিষ্ট হতে।

সূরা : সূরা আন নাস

اِلٰهِ النَّاسِ ۙ

মানুষের আইন দাতার।

সূরা : সূরা আন নাস

مَلِكِ النَّاسِ ۙ

মানুষের মহা অধিপতির।

সূরা : সূরা আন নাস

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۙ

তুমি বলো ! আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট।

সূরা : সূরা আল ফালাক

وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে'।

সূরা : সূরা আল ফালাক

وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِي الْعُقَدِ ۙ

এবং মতবাদের গিটগুলোতে ফুঁক দানকারীদের অনিষ্ট হতে।

সূরা : সূরা আল ফালাক

وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۙ

আর অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা গভীর হয়।

সূরা : সূরা আল ফালাক

مِنْ شَرِّ مَا خَلَقَ ۙ

তার অনিষ্ট হতে,যা তিনি সৃষ্টি করেছেন।

সূরা : সূরা আল ফালাক

قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۙ

তুমি বলো ! আমি আশ্রয় চাই প্রভাতের প্রতিপালকের নিকট।

সূরা : সূরা ইখলাস

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

এবং নাই কেউই তাঁর সমতূল্য/সমান।

সূরা : সূরা ইখলাস

لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ

তিনি কাউকে জন্ম দেন নি, এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি ।

সূরা : সূরা ইখলাস

اَللّٰهُ الصَّمَدُ ۚ

আল্লাহ অমুখাপেক্ষী/আল্লাহ সর্ববিষয়ের নির্ভরস্থল।

সূরা : সূরা ইখলাস

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ

তুমি বল, তিনিই আল্লাহ এক-অদ্বিতীয়।

সূরা : সূরা লাহাব

فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ

তার অহংকারের গর্দানে থাকবে, পাকানো দড়ি।

সূরা : সূরা লাহাব

وَّامْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ ۚ

এবং তার স্ত্রীও, যে কাঠের বহনকারিণী।

সূরা : সূরা লাহাব

سَيَصْلٰي نَارًا ذَاتَ لَهَبٍ ۚۖ

শীঘ্রই সে প্রবেশ করবে জলন্ত আগুনে।