সূরা : সুরা রা'দ
قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّاۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّٰرُ
তুমি জিজ্ঞাসা করো, আকাশমন্ডল ও পৃথিবীর প্রতিপালক কে ? তুমি বলো, আল্লাহ। তুমি ঘোষনা করে দাও ! তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন লোকগুলোকে আউলিয়া হিসেবে কেনো গ্রহণ করেছো? যারা তাদের নিজেদের জন্যে উপকার কিংবা ক্ষতি করার মতো কোন ক্ষমতারই মালিক নয়। তুমি জিজ্ঞাসা করো, অন্ধ আর যে ব্যক্তি চোখে দেখতে পায়, এরা কি কখনো সমান হতে পারে ? কিংবা আলো ও অন্ধকার কি সমান হতে পারে ? তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে, তারা কি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে ? যার ফলে তাদের সৃষ্টি এদের কাছে একইরূপ বলে মনে হচ্ছে। তুমি বলে দাও ! আল্লাহই একমাত্র সব সৃষ্টি করেছেন। তিনি হলেন একক ও মহাপরাক্রমশালী।