সূরা : সুরা ফাতিহা

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়,অসীম দয়ালু আল্লাহর নামের সাথে।

সূরা : সুরা ফাতিহা

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।

সূরা : সুরা ফাতিহা

ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

অশেষ করুণাময়, পরম দয়ালু।

সূরা : সুরা ফাতিহা

مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

সকল ফায়সালার সময় তিনিই একমাত্র মালিক (বিচারক)।

সূরা : সুরা ফাতিহা

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই।

সূরা : সুরা ফাতিহা

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

 আমাদেরকে সুপ্রতিষ্ঠিত পথ দেখিয়ে দেন।

সূরা : সুরা ফাতিহা

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন; যাদের উপর ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।