সূরা : সুরা ফাতিহা
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময়,অসীম দয়ালু আল্লাহর নামের সাথে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময়,অসীম দয়ালু আল্লাহর নামের সাথে।
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
সকল ফায়সালার সময় তিনিই একমাত্র মালিক (বিচারক)।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই।
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
আমাদেরকে সুপ্রতিষ্ঠিত পথ দেখিয়ে দেন।
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন; যাদের উপর ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।