সূরা : সূরা ইখলাস

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ

তুমি বল, তিনিই আল্লাহ এক-অদ্বিতীয়।

সূরা : সূরা ইখলাস

اَللّٰهُ الصَّمَدُ ۚ

আল্লাহ অমুখাপেক্ষী/আল্লাহ সর্ববিষয়ের নির্ভরস্থল।

সূরা : সূরা ইখলাস

لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ

তিনি কাউকে জন্ম দেন নি, এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি ।

সূরা : সূরা ইখলাস

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

এবং নাই কেউই তাঁর সমতূল্য/সমান।