সূরা : সুরা ফাতির
اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓئِكَةِ رُسُلًا اُولِيْۤ اَجْنِحَةٍ مَّثْنٰي وَثُلٰثَ وَرُبٰعَ ؕ يَزِيْدُ فِي الْخَلْقِ مَا يَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰي كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
সকল প্রশংসা আল্লাহরই জন্যে, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্ঠা, মালা-ইকাদেরকে বাণীবাহক রূপে নিয়োগ করে রেখেছেন, যাদের দু'টি, তিনটি ও চারটি করে ডানা রয়েছে, সৃষ্টির মধ্যে তিনি নিজ ইচ্ছে মতো বাড়িয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুরই উপরে পূর্ণ ক্ষমতা রাখেন।
*35(1),নং আয়াতের ব্যাখ্যায় 27(20-28),