সূরা : সূরা লাহাব

تَبَّتْ يَدَاۤ اَبِيْ لَهَبٍ وَّتَبَّ ؕ

ধ্বংস হবে আগুনের পিতার ক্ষমতার হাত এবং সে নিজেও। (যে মানুষের মধ্যে ক্ষমতার বলে বিপর্যয় সৃষ্টি করে)

*111(1) নং  আয়াতের আরবী  لهب/" লাহাব" শব্দটির ব্যাখ্যায় 77(31)...।

সূরা : সূরা লাহাব

مَاۤ اَغْنٰي عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ ؕ

তার ধন-সম্পদ এবং যা সে উপার্জন করেছে। সে সব তার কোনো কাজেই আসবে না।

সূরা : সূরা লাহাব

سَيَصْلٰي نَارًا ذَاتَ لَهَبٍ ۚۖ

শীঘ্রই সে প্রবেশ করবে জলন্ত আগুনে।

সূরা : সূরা লাহাব

وَّامْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ ۚ

এবং তার স্ত্রীও, যে কাঠের বহনকারিণী।

সূরা : সূরা লাহাব

فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ

তার অহংকারের গর্দানে থাকবে, পাকানো দড়ি।