সূরা : সূরা আল বালাদ

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۙ

অবশ্যই এই বিশেষ নগরীর আমি শপথ করছি।

সূরা : সূরা আল বালাদ

وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۙ

আর তুমিও তো এই বিশেষ নগরীর সাথে জুড়ে থাক ।

সূরা : সূরা আল বালাদ

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ

জনক এবং যা সে জন্ম দেয়,(অর্থাৎ ক্রমান্বয়ে মানুষের আগমন) তাও একটি প্রমাণ।

সূরা : সূরা আল বালাদ

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِيْ كَبَدٍ ؕ

নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের মুকাবিলা করার জন্যই সৃষ্টি করেছি

সূরা : সূরা আল বালাদ

اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ ۘ

সে কি মনে করে যে, কখনও তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

সূরা : সূরা আল বালাদ

يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ؕ

সে বলে, আমি তো বিপুল পরিমান ধন-সম্পদ নিঃশেষ করেছি।

সূরা : সূরা আল বালাদ

اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ ؕ

সে মনে করে যে, কেউ তাকে দেখেনি ?

সূরা : সূরা আল বালাদ

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِ ۙ

আচ্ছা ! আমি কি তাকে দুটো চোখ দিই নি ?

সূরা : সূরা আল বালাদ

وَلِسَانًا وَّشَفَتَيْنِ ۙ

এবং একটি জিহবা ও দু'টি ঠোঁট দিই নি ?

সূরা : সূরা আল বালাদ

وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ ۚ

আর আমি মানুষকে ভাল-মন্দ দুটো পথই দেখিয়েছি।

সূরা : সূরা আল বালাদ

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۫ۖ

কিন্তু সে কষ্টসাধ্য গিরিপথ অবলম্বন করে নি।

সূরা : সূরা আল বালাদ

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ؕ

তুমি কি জানো ? সেই কষ্টসাধ্য গিরিপথ কি ?

সূরা : সূরা আল বালাদ

فَكُّ رَقَبَةٍ ۙ

এ হচ্ছে,দাসমুক্তি ।

সূরা : সূরা আল বালাদ

اَوْ اِطْعٰمٌ فِيْ يَوْمٍ ذِيْ مَسْغَبَةٍ ۙ

অথবা দুর্ভিক্ষের দিনে খানা খাওয়ানো।

সূরা : সূরা আল বালাদ

يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ

নিকট আত্মীয় সম্পর্ক এর বে-সাহারাদেরকে।

সূরা : সূরা আল বালাদ

اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ

অথবা ধুলি মাখা নিঃস্বকে।

সূরা : সূরা আল বালাদ

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ

তদুপরি এর সাথে সেও তাদের মধ্যে শামিল হয়ে যায়। যারা ঈমান আনে এবং পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।

সূরা : সূরা আল বালাদ

اُولٰٓئِكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ

এরাই তো ডানপন্থী, সেই ভাগ্যবান লোক।

সূরা : সূরা আল বালাদ

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ؕ

এবং যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে, তারাই তো হতভাগ্য বামপন্থী দলের লোক।

সূরা : সূরা আল বালাদ

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ

তাদের উপরেই তো আগুন পরিবেষ্টনকারী হয়ে থাকবে।