إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَٰٓئِكَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۚ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يُهَاجِرُوا۟ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَىْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا۟ۚ وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
সূরা নং : ৮
আয়াত নং : ৭২
নিশ্চয় যারা ঈমান আনবে, স্থানান্তর হবে, আর তাদের জান মাল দিয়ে আল্লাহর (কোরআনের) পথে উৎকৃষ্টতমকর্ম করবে,আর যারা আশ্রয় দান করবে ও সাহায্য করবে, তারাও তো একে অন্যের বন্ধু। আর যারা ঈমান আনবে কিন্তু স্থানান্তর হবেনা, তাদের সাথে তোমাদের কোন রকম বন্ধুত্বের যোগসম্পর্ক নেই, যতক্ষণ না তারা হিজরত করবে। তবে তারা যদি দ্বীনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায়, তাহলে অবশ্যই তোমরা তাদেরকে সাহায্য করবে। কিন্তু যাদের সাথে তোমাদের সন্ধিচুক্তি রয়েছে, তাদের বিরুদ্ধে নয়। তোমরা যা কিছু করো, আল্লাহ সে সব দেখেন।*
*8(72),নং আয়াতের ব্যাখ্যায়,28(17,85,86),5(45),2(89),4(150-152),25(55),48(15),4(94),9(58),2(270-273),5(54,55),66(9),48(29),2(193),58(22),60(1),9(23),15(88),26(215,216)...।
রাসুল মু'মিনদের প্রতি দয়ালু হওয়ার ব্যাপারে 9(128),15(88),26(215)...।
কাফিরদের প্রতি কঠোর হহওয়ার ব্যপারে 9(73,123),25(55),28(17,86),66(9),5(54),48(29),6(66)...।
কাফির, মুনাফিক্ব ও মিথ্যাবাদীদের আনুগত্য না করার ব্যাপারে 25(52),33(1,48),68(8)
ফাসিক্বদের দান গ্রহনের ব্যাপারে 9(28,52-54,98),4(89),5(47)...।
সাদাকা বন্টনের পূর্বে যাচাই করার ব্যাপারে 4(94),9(58),48(15,16)...।
জালিমদের সাহায্যের ব্যাপারে 2(270),3(192),5(45),6(33),29(49)...।
মু'মিনরা কেবল আল্লাহর পথে সাহায্য করবে এব্যাপারে 3(52,53),49(14,15),9(111),61(14)...।
8(72),নং আয়াতের دين/দ্বীন শব্দের ব্যাখ্যায় 9(1-12),98(5)...।
কাফিরদের সাহায্যের ব্যাপারে 28(85,86),4(89),60(1),29(47),31(32),5(44)...।
দানের জন্য আফসোস করতে হবে 8(36)...।
অবাদ্য মুনাফিক্ব সাথীদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে 4(61-63,81),6(35,106),47(38),51(51-55),53(29,30)...।