يٰۤاَيُّهَا النَّبِيُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِيْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِيْ هَاجَرْنَ مَعَكَ ۫ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ اِنْ اَرَادَ النَّبِيُّ اَنْ يَّسْتَنْكِحَهَا خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِيْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
সূরা নং : ৩৩
আয়াত নং : ৫০
হে নবী ! আমি তোমার জন্যে এই স্ত্রীদেরকে হালাল করে দিয়েছি, যাদেরকে তাদের প্রাপ্য মোহর আদায় করে দিয়েছো, আর যারা তোমার ডান হাতের দখলে রয়েছে, যা কিছু ফায় তথা কষ্ট-ক্লেশ ছাড়া আল্লাহ তোমাকে দিয়েছেন, আর তোমার চাচার মেয়ে, ফুফুর মেয়ে, মামার মেয়ে, খালার মেয়েদেরকেও যারা তোমার সাথে (কুরআনের পথে) হিজরত করেছে, আর মুমিন নারীদের মধ্যে যদি কেউ নবীর জন্যে তার নিজেকে নিবেদন করে আর নবীও যদি তাকে বিয়ে করতে চায়, এটা বিশেষ করে শুধু তোমার জন্যেই, সাধারণভাবে অন্য সব মুমিনদের জন্যে নয়। নিশ্চয় আমি সে সব বিধান সম্পর্কে জানি, আমি তাদের জন্যে যা ফরজ করেছি, তাদের স্ত্রীদের ব্যাপারে যারা অঙ্গীকার সূত্রে তাদের ডান হাতের দখলে রয়েছে, তাদের ব্যাপারেও। যেনো তোমার উপর কোনো অসুবিধা না হয়। আসলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।