সূরা : সূরা আল কাউছার

اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَ ؕ

নিশ্চয়ই আমি তোমাকে মহা কল্যাণ দান করেছি।

সূরা : সূরা আল কাউছার

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ

সুতরাং তুমি শুধু তোমার প্রতিপালকের উদ্দেশ্যে দায়িত্ব পালন কর এবং ত্যাগ স্বীকার কর।

*108(2)নং আয়াতের ব্যাখ্যায়,6(162,163)...।

সূরা : সূরা আল কাউছার

اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ

নিশ্চয়ই যারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে তারাই নির্বংশ থাকবে।