اَلْقَارِعَةُ ۙ
মহাপ্রলয়।
مَا الْقَارِعَةُ ۚ
সেই মহাপ্রলয় কি ?
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ؕ
তুমি কি জান সেই ভয়াবহ দূর্ঘটনা কি ?
يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۙ
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত।
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ؕ
এবং পাহাড়সমূহ ধুনিত রঙীন পশমের মত হবে।
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ
অতঃপর যার ওজন ভারী হবে।
فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ
সেই থাকবে সন্তোষজনক জীবনের মধ্যে।
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ
এবং যার ওজন হালকা হবে।
فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ
তার বাসস্থান হবে গভীর গর্ত।
وَمَاۤ اَدْرٰىكَ مَا هِيَهْ ؕ
এবং তুমি কি জান সেটা কি জিনিস?
نَارٌ حَامِيَةٌ
সেটা হলো গণগণে আগুন।