সূরা : সূরা আল ফালাক
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۙ
তুমি বলো ! আমি আশ্রয় চাই প্রভাতের প্রতিপালকের নিকট।
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۙ
তুমি বলো ! আমি আশ্রয় চাই প্রভাতের প্রতিপালকের নিকট।
مِنْ شَرِّ مَا خَلَقَ ۙ
তার অনিষ্ট হতে,যা তিনি সৃষ্টি করেছেন।
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۙ
আর অন্ধকারের অনিষ্ট হতে, যখন তা গভীর হয়।
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِي الْعُقَدِ ۙ
এবং মতবাদের গিটগুলোতে ফুঁক দানকারীদের অনিষ্ট হতে।
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে'।