সূরা : সূরা আল আদিয়াত

وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ

শত্রুদের উসকানি দেওয়াও একটি প্রমাণ।

সূরা : সূরা আল আদিয়াত

فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ

অতঃপর যারা আগুনের ফুলকি বিচ্ছুরিত করে।

সূরা : সূরা আল আদিয়াত

فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ

আবার আগে বেড়ে যারা হাওয়া দেয়।

সূরা : সূরা আল আদিয়াত

فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۙ

অতঃপর এভাবে যারা লাভ অর্জন করে।

সূরা : সূরা আল আদিয়াত

فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ

এবং এসবের দ্বারা একত্রিত হয়ে হামলা করে।

সূরা : সূরা আল আদিয়াত

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۚ

নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

সূরা : সূরা আল আদিয়াত

وَاِنَّهٗ عَلٰي ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ

আর নিশ্চয় সে এর উপর প্রকাশ্য সাক্ষী দেয়।

সূরা : সূরা আল আদিয়াত

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ

আর নিশ্চয়ই সে ধন-সম্পদকে খুবই ভালোবাসে।

সূরা : সূরা আল আদিয়াত

اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُوْرِ ۙ

তবে কি সে জানে না যখন কবরসগুলোর মধ্যে যা কিছু রয়েছে তা উম্মচিত হবে?

সূরা : সূরা আল আদিয়াত

وَحُصِّلَ مَا فِي الصُّدُوْرِ ۙ

আর অন্তরসমূহের মধ্যে যা কিছু রয়েছে তা সব প্রকাশ করা হবে।

সূরা : সূরা আল আদিয়াত

اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيْرٌ

নিশ্চয় তাদের প্রতিপালক সেদিন তাদেরকে সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে জানিয়ে দিবেন।