সূরা : সূরা আল মুমতাহিনা
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّيْ وَعَدُوَّكُمْ اَوْلِيَآءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَقِّ ۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِيْ سَبِيْلِيْ وَابْتِغَآءَ مَرْضَاتِيْ ۖ تُسِرُّوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ ۖ وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَيْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ ؕ وَمَنْ يَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ
হে যারা ঈমান এনেছ ! তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করে ভালোবাসা প্রদর্শন করো না। অথচ তোমাদের কাছে মহাসত্য কোরআন থেকে যা কিছু এসেছে, তারা তা অস্বীকার করেছে। তারা রাসূলকে বহিষ্কার করতে চায় এবং তোমাদেরকেও, একারণে যে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর উপরে ঈমান এনেছ। যদি তোমরা আমার (কোরআনের) পথে উৎকৃষ্টতমকর্মে ও আমার সন্তুষ্টি সন্ধানে বের হয়ে থাকো (তাহলে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না)। অথচ তোমরা তাদের সাথেই গোপনে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করে যাচ্ছ। আসলে আমি খুব জানি, তোমরা যা কিছু গোপন করো, আর যা কিছু প্রকাশ করে থাক। তোমাদের মধ্যে যে কেউ এমন করবে, তা'হলে নিশ্চয় সে সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে।