সূরা : সূরা আল বুরুজ
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۙ
আকাশের বুরুজ/গ্রহ-নক্ষত্রের কক্ষ পথও একটি প্রমাণ।
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۙ
আকাশের বুরুজ/গ্রহ-নক্ষত্রের কক্ষ পথও একটি প্রমাণ।
وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍ ؕ
যারা উপস্থিত হবে, আর যা কিছু তার কাছে উপস্থিত করা হবে, তাও একটি প্রমাণ।
وَّهُمْ عَلٰي مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ؕ
আর মু'মিনদের সাথে যা কিছু করা হয়, সে সব তারা সামনে বসে দেখে।
وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِ ۙ
তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছিল শুধু একারণে যে, তারা মহা-সম্মানিত ও প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে।
*85(8) নং আয়াতের ব্যাখ্যায় 2(85),22(40)...।
الَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰي كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ؕ
যিনি এমন সত্তা যে, তাঁরই জন্য আকাশমন্ডল ও পৃথিবীর রাজত্ব। আর আল্লাহ সব কিছুর উপর সূক্ষ্মদর্শী।
اِنَّ الَّذِيْنَ فَتَنُوا الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِ ؕ
নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিনা নারীদের নির্যাতন করে, অতঃপর সেজন্য তাওবা করে না, তাদের জন্যই তো রয়েছে জাহান্নামের শাস্তি। আবার বলছি তাদের জন্য রয়েছে দহনের শাস্তি।
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕؑ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُ ؕ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সংশোধনের কাজ করেছে, তাদের জন্যই তো রয়েছে জান্নাত। যার নীচ হতে প্রবাহিত হচ্ছে ঝর্ণাসমূহ। এটাই তো মহা সাফল্য।
اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ ۚ
নিশ্চয়ই তিনিই অস্তিত্ব দান করেছেন এবং তিনিই আবার পুনরাবৃত্তি ঘটাবেন।
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ تَكْذِيْبٍ ۙ
বরং কাফিররা তো মিথ্যা আরোপ করার মধ্যে লিপ্ত থাকে।
وَّاللّٰهُ مِنْ وَّرَآئِهِمْ مُّحِيْطٌ ۚ
অথচ আল্লাহ তাদেরকে সব দিক থেকেই পরিবেষ্টন করে রেখেছেন।