সূরা : সূরা আল মাউন
اَرَءَيْتَ الَّذِيْ يُكَذِّبُ بِالدِّيْنِ ؕ
তুমি কি তাকে দেখেছ, যে বিচারের দিনকে মিথ্যা অভিহিত করে?
اَرَءَيْتَ الَّذِيْ يُكَذِّبُ بِالدِّيْنِ ؕ
তুমি কি তাকে দেখেছ, যে বিচারের দিনকে মিথ্যা অভিহিত করে?
فَذٰلِكَ الَّذِيْ يَدُعُّ الْيَتِيْمَ ۙ
সে তো সে-ই যে বেসাহারাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়।
وَلَا يَحُضُّ عَلٰي طَعَامِ الْمِسْكِيْنِ ؕ
এবং অভাবগ্রস্তকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না।
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَ ۙ
অতএব ধ্বংস, ঐসব দায়িত্ব পালন কারীদের জন্য।
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ ۙ
যারা তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে উদাসীন।
*107(5)নং আয়াতের ব্যাখ্যায়,74(40-49)...।
الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَ ۙ
যাদের বৈশিষ্ট্য হল,তারা লোক দেখানোর জন্য কাজ করে।
وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ
আর নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র দিয়ে (প্রয়োজনের সময়) সাহায্য করে না।
*ماعون/" মাউন"
সংসারের নিত্য প্রয়োজনীয় তিন জিনিস।
যথা:-
(1) অন্ন,
(2)বস্র,
(3)বাসস্থান,