সূরা : সূরা আত ত্বারিক
وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۙ
আকাশ এবং রাত্রিতে যা আবির্ভূত হয় তা প্রমাণ করে।
وَمَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُ ۙ
রাত্রিতে যা আবির্ভূত হয় তার সম্বন্ধে তুমি কি জান ?
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ؕ
এমন কোন প্রাণী নেই, যার উপর তত্বাবাধায়ক নিযুক্ত করা হয় নি।
فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ؕ
অতএব মানুষের লক্ষ্য করা উচিত, তাকে কি বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে ?
يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآئِبِ ؕ
যা বের হয় মেরুদণ্ড ও বুকের মাঝ বরাবর জায়গা থেকে।
اِنَّهٗ عَلٰي رَجْعِهٖ لَقَادِرٌ ؕ
নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও পূর্ণক্ষমতা রাখেন।
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ ؕ
অতঃপর সেদিন তার কোনো শক্তি কিছুমাত্র কাজ দিবে না। আর কেউ তার সাহায্যকারীও থাকবে না।
فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا
তাই তুমি কাফিরদেরকে অবকাশ দাও। বাস, তাদেরকে কিছুক্ষণের অবকাশ দাও।