সূরা : সূরা আস শামস্
وَالشَّمْسِ وَضُحٰهَا ۪ۙ
সূর্য ও তার কিরণও প্রমাণ করে।
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۪ۙ
অতঃপর তিনি তাকে জ্ঞান দিয়েছেন তার মন্দকাজ ও তার তাকওয়া সম্পর্কে।
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۪ۙ
নিশ্চয়ই সেই সাফল্য লাভ করবে, যে নিজেকে পরিশুদ্ধ করবে।
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ؕ
এবং সেই ব্যক্তি ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে।
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۪ۙ
ছামূদ জাতি মিথ্যারোপ করেছে, তার অবাধ্যতার কারণে।
اِذِ انْۢبَعَثَ اَشْقٰهَا ۪ۙ
যখন তাদের মধ্যেকার সব চেয়ে হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠে।
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا ؕ
অতঃপর আল্লাহর রাসূল তাদেরকে বলে, আল্লাহর উষ্ট্রি এবং পানি খাওয়ানো সম্পর্কে।
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا ۪ۙ فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۪ۙ
কিন্তু তারা তাকে মিথ্যা ভাবে। অতঃপর তারা সেটাকে হত্যা করে। ফলে তাদের প্রতিপালক তাদেরই পাপের জন্যে তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। অতঃপর তাদেরকে (মাটি) সমান করে দেওয়া হয়।