সূরা : সূরা আল ইনশিক্বাক্

اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۙ

যখন আকাশ ফেটে পড়বে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۙ

আর সে তার প্রতিপালকের নির্দেশ পালন করবে এবং এটাই তার জন্য করণীয়।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۙ

এবং যখন পৃথিবী সম্প্রসারিত করা হবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْ ۙ

আর নিক্ষেপ করবে যা তার মধ্যে আছে এবং তা শূন্য হয়ে যাবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ؕ 2

আর সে তার প্রতিপালকের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰي رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِ ۚ

হে মানুষ, তোমার প্রতিপালক পর্যন্ত পৌঁছতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাথে সাক্ষাৎ করবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ ۙ

অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ

তার কাছ থেকে অত্যান্ত সহজেই হিসাব নিকাশ নেওয়া হবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَّيَنْقَلِبُ اِلٰۤي اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ

আর সে তার আপনজনের কাছে আনন্দিত অবস্থায় ফিরবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۙ

আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,

সূরা : সূরা আল ইনশিক্বাক্

فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ

অবিলম্বে সে ধ্বংস (মৃত্যুকে) ডাকতে শুরু করবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَّيَصْلٰي سَعِيْرًا ؕ

আর সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

اِنَّهٗ كَانَ فِيْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ

অথচ সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিলো।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۚۛ

আর সে মনে করত, সে আর কখনও ফিরে আসবে না।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

بَلٰۤي ۚۛ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ

হ্যাঁ, নিশ্চয় তার প্রতিপালক তাকে দেখেছিলেন।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۙ

অতএব আমি পশ্চিম দিগন্তের সান্ধ্য লালিমার শপথ করে বলছি।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَالَّيْلِ وَمَا وَسَقَ ۙ

আর রাতেরও, এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায়।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۙ

আর চাঁদের, যখন সে পরিপূর্ণ হয়।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ؕ

তোমরা অবশ্যই আরোহণ করবে এক স্তর থেকে অন্য স্তরে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَ ۙ

অতএব তাদের কি হল যে? যারা ঈমান আনছে না।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕٛ

আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন ওরা পরম আনুগত্য করে না।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۫ۖ

বরং কাফিররাই তো মিথ্যা আরোপ করে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۫ۖ

আর আল্লাহ ভাল জানেন, ঐ বিষয়ে যা তারা অন্তরে পোষণ করছে।

সূরা : সূরা আল ইনশিক্বাক্

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍ ۙ

কাজেই তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও

সূরা : সূরা আল ইনশিক্বাক্

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ

কিন্তু যারা ঈমান এনে সংশোধনের কাজ করেছে, তাদের জন্যই অশেষ পুরস্কার রয়েছে ।