সূরা : সূরা আল হুমাযাহ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে।
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ
প্রত্যেকটি সামনে নিন্দাকারী ও পিছনে দোষ প্রচারকারীরা ধ্বংস হবে।
يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۚ
আর সে ধারণা করে যে, তার অর্থ-সম্পদ তাকে অমর করবে !
كَلَّا لَيُنْۢبَذَنَّ فِي الْحُطَمَةِ ۫ۖ
কখনও না, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে বিচুর্ণকারী স্থানের মধ্যে।
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ؕ
এবং তুমি কি জানো ? সেই বিচুর্ণকারী স্থান কি জিনিস ?
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ
আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।
الَّتِيْ تَطَّلِعُ عَلَي الْاَفْـِٕدَةِ ؕ
যা অন্তরসমূহের উপর পৌঁছে যাবে।
اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ ۙ
নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।
فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ
উঁচু উঁচু দীর্ঘায়িত স্তম্ভসমূহের মধ্যে।