সূরা : সূরা আল কাফিরূন
قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَ ۙ
তুমি বলে দাও ! হে কাফিরগণ।
قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَ ۙ
তুমি বলে দাও ! হে কাফিরগণ।
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَ ۙ
আমি তাদের দাসত্ব করি না, যাদের দাসত্ব তোমরা করছ।
*50(2)নং আয়াতের ব্যাখ্যায় 39(71)...।
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۚ
এবং তোমরাও তাঁর দাসত্বকারী নও, যাঁর দাসত্ব আমি করছি।
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْ ۙ
এবং আমি দাসত্বকারী হব না তাদের, যাদের দাসত্ব তোমরা করছ।
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ
এবং তোমরাও দাসত্বকারী হবে না তার, যার দাসত্ব আমি করছি।
لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْنِ
তোমাদের জন্য তোমাদের ধর্ম কর্ম রয়েছে, আর আমার জন্যও তো একটি জীবন ব্যবস্থা রয়েছে।