সূরা : সূরা আত তাকাছুর
اَلْهٰكُمُ التَّكَاثُرُ ۙ
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে !
اَلْهٰكُمُ التَّكَاثُرُ ۙ
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে !
حَتّٰي زُرْتُمُ الْمَقَابِرَ ؕ
যতক্ষণ না তোমরা কবরসমূহে উপস্থিত হও।
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۙ
এটা সঙ্গত নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ؕ
আবারও বলছি এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِ ؕ
হ্যাঁ, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে !
لَتَرَوُنَّ الْجَحِيْمَ ۙ
অবশ্যই তোমরা সংকীর্ণ জায়গা দেখতে পাবে।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِ ۙ
আবার শুন, অবশ্যই তা তোমরা প্রত্যয় চোখে দেখতে পাবে।
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيْمِ
পরে সেদিন অবশ্যই তোমাদেরকে নিয়ামতসমূহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।