لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْ ؕ اُولٰٓئِكَ كَتَبَ فِيْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ؕ وَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ رَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ اُولٰٓئِكَ حِزْبُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ
সূরা নং : ৫৮
আয়াত নং : ২২
যে সম্প্রদায় আল্লাহর উপর এবং শেষ দিনের উপর বিশ্বাস করে, তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না, যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে যাচ্ছে তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রেখেছে। যদিও তারা তাদের বাপ-দাদা ও সন্তান-সন্ততি, ভাই-বোন, আত্মীয়-স্বজন হোক না কেনো ? এরাই, যাদের অন্তরে আল্লাহ ঈমানকে স্থায়ীভাবে লিখে দিয়েছেন। আর তাদেরকে তাঁর পক্ষ হতে রূহ দিয়ে শক্তিশালী করেছেন। আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নীচ থেকে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হচ্ছে। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন, আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে থাকে। এরাই আল্লাহর দলের অন্তর্ভুক্ত। তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।
*58(22) নং আয়াতের ব্যাখ্যায় 9(16), 3(28),4(144),5(78-81),9(23-25,54,55)...।