সূরা : সূরা আল ক্বদর
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ ۚۖ
নিশ্চয় আমি এই কুরআন সম্মানিত রাতে অবতীর্ণ করি।
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ ۚۖ
নিশ্চয় আমি এই কুরআন সম্মানিত রাতে অবতীর্ণ করি।
وَمَاۤ اَدْرٰىكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ؕ
তুমি কি জান 'সেই সম্মানিত রাত' সম্পর্কে ?
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ؕؔ
সম্মানিত রাত হচ্ছে হাজার মাস হতেও উত্তম।
تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ ۚ مِنْ كُلِّ اَمْرٍ ۙۛ
সেই রাতে মালা-ইকারা এবং বিশেষ রূহ, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সকল আদেশের মধ্য হতে অবতীর্ণ হয়।
سَلٰمٌ ۟ۛ هِيَ حَتّٰي مَطْلَعِ الْفَجْرِ
শান্তিময় সেই রাত, ঊষার উদয় পর্যন্ত।