সূরা : সূরা আঝ ঝিলঝাল
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا
যখন পৃথিবী তার ভীষণ কম্পনে প্রকম্পিত হবে।
*99(1),নং আয়াতের ব্যাখ্যায় 2(214),33(11),22(1)...।
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا
যখন পৃথিবী তার ভীষণ কম্পনে প্রকম্পিত হবে।
*99(1),নং আয়াতের ব্যাখ্যায় 2(214),33(11),22(1)...।
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ
এবং পৃথিবী তার বোঝাগুলোকে বের করে দিবে।
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۚ
আর মানুষ বলবে তার কি হয়েছে ?
يَوْمَئِذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ
সেদিন সে বর্ণনা করবে তার বৃতান্ত।
بِاَنَّ رَبَّكَ اَوْحٰي لَهَا ؕ
কেননা তোমার প্রতিপালকই তাকে এরূপ করার ওহী করেছেন।
يَوْمَئِذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْ ؕ
সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে, যেনো তাদের আমলনামা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়।
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
অতঃপর যে কেউ এক অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে।
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
এবং যে কেউ এক অনু পরিমাণ খারাপ কাজ করবে, সেও তা দেখতে পাবে।