সূরা : সূরা আল গাসিয়াহ
هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِ ؕ
আচ্ছন্নকারী (ক্বিয়ামতের) হাদিস কি তোমার কাছে পৌঁছেছে
هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْغَاشِيَةِ ؕ
আচ্ছন্নকারী (ক্বিয়ামতের) হাদিস কি তোমার কাছে পৌঁছেছে
لَيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍ ۙ
শুকনো কাঁটাযুক্ত ঝোপঝাড় ছাড়া তাদের জন্যে অন্য কোনো খাদ্য থাকবে না।
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِيْ مِنْ جُوْعٍ ؕ
যা পুষ্টিকর নয় এবং ক্ষুধাও মিটাবে না।
فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ সেখানে থাকবে সুউচ্চ আসন সমূহ।
সেখানে থাকবে সুউচ্চ আসন সমূহ।
اَفَلَا يَنْظُرُوْنَ اِلَي الْاِبِلِ كَيْفَ خُلِقَتْ ٝ
তবে কি তারা উটের প্রতি লক্ষ্য করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
وَاِلَي السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ٝ
আর আকাশের দিকেও, কীভাবে তা উঁচু করা হয়েছে ?
وَاِلَي الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ٝ
আর পর্বতমালার দিকেও, কীভাবে তা স্থাপন করা হয়েছে ?
وَاِلَي الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ ٝ ?
আর পৃথিবীর দিকেও, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে
فَذَكِّرْ ۟ؕ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ؕ
অতএব তুমি উপদেশ দিতে থাকো। তুমি মূলতঃ উপদেশ দাতাই।
اِلَّا مَنْ تَوَلّٰي وَكَفَرَ ۙ
তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে এবং অবিস্বাস করবে,
فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ؕ
ফলে আল্লাহ তাকে মহা শাস্তি দিবেন।
ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।