সূরা : সূরা আল আ'লা

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَي ۙ

তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের মহিমা ঘোষণা কর।

সূরা : সূরা আল আ'লা

الَّذِيْ خَلَقَ فَسَوّٰي ۪ۙ

যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুবিন্যস্ত করেছেন।

সূরা : সূরা আল আ'লা

وَالَّذِيْ قَدَّرَ فَهَدٰي ۪ۙ

এবং যিনি পরিমাণ ঠিক করেছেন, অতঃপর সঠিক পথ দেখিয়েছেন।

সূরা : সূরা আল আ'লা

وَالَّذِيْۤ اَخْرَجَ الْمَرْعٰي ۪ۙ

আর যিনি তৃণ উৎপন্ন করেছেন।

সূরা : সূরা আল আ'লা

فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰي ؕ

অতঃপর তা কালো আবর্জনায় পরিণত করেছেন।

সূরা : সূরা আল আ'লা

سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤي ۙ

শীঘ্রই আমি তোমাকে পড়িয়ে দিব, অতঃপর তুমি ভুলবে না।

সূরা : সূরা আল আ'লা

اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰي ؕ

তবে আল্লাহ যা ইচ্ছা করেন, এ ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু কেউ গোপন করে।

সূরা : সূরা আল আ'লা

وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰي ۚۖ

আমি তোমাকে সহজ করে দিবো সহজ পন্থার জন্যে।

সূরা : সূরা আল আ'লা

فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰي ؕ

অতঃপর তুমি উপদেশ দিতে থাক, যদি উপদেশ কল্যাণর হয়।

সূরা : সূরা আল আ'লা

سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰي ۙ

যে ভয় করবে, সে শীঘ্রই (কোরআন) শিক্ষা নিবে।

সূরা : সূরা আল আ'লা

وَيَتَجَنَّبُهَا الْاَشْقَي ۙ

আর নিতান্ত হতভাগাই তা পাশ কাটিয়ে যাবে/উপেক্ষা করবে।

সূরা : সূরা আল আ'লা

الَّذِيْ يَصْلَي النَّارَ الْكُبْرٰي ۚ

যে ভয়াবহ আগুনের মধ্যে প্রবেশ করবে।

সূরা : সূরা আল আ'লা

ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰي ؕ

অতঃপর সেখানে সে মরবেও না, আর বাঁচবেও না।

সূরা : সূরা আল আ'লা

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰي ۙ

নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে। যে পবিত্র হবে।

সূরা : সূরা আল আ'লা

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰي ؕ

আর তার প্রতিপালকের নাম স্মরণ করবে । অতঃপর দায়িত্ব পালন করবে ।

সূরা : সূরা আল আ'লা

بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ۫ۖ

বরং তোমরা যে দুনিয়ার/পার্থিব জীবনকেই প্রাধান্য দিচ্ছ।

সূরা : সূরা আল আ'লা

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّاَبْقٰي ؕ

অথচ পরকালই যে উত্তম ও চিরস্থায়ী।

সূরা : সূরা আল আ'লা

اِنَّ هٰذَا لَفِي الصُّحُفِ الْاُوْلٰي ۙ

নিশ্চয়ই এটা কোরআনের প্রথম পৃষ্ঠাসমূহের মধ্যে রয়েছে।

সূরা : সূরা আল আ'লা

صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰي

ইবরাহীম ও মুসার পৃষ্ঠাসমূহে।