সূরা : সূরা আত তাহরীম
يٰۤاَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكَ ۚ تَبْتَغِيْ مَرْضَاتَ اَزْوَاجِكَ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
হে নবী ! তুমি কেন হারাম ঘোষণা করছো? যা আল্লাহ তোমার জন্যে হালাল করে দিয়েছেন, তুমি কি তোমার সাথীদের সন্তুষ্টি চাও! আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, মেহেরবান।