সূরা : সুরা হিজর

الٓرۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ وَقُرْءَانٍ مُّبِينٍ

আলিফ লাম রা; এগুলো সেই আল কিতাবের এবং সুস্পষ্ট কুরআনের আয়াত।

সূরা : সুরা হিজর

رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِيين


কখনো কখনো কাফিররা আকাঙ্ক্ষা করবে, হায়! যদি তারা আত্মসমর্পণকারী-মুসলিম হতে পারতো !

সূরা : সুরা হিজর

ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُۖ فَسَوْفَ يَعْلَمُونَ


তাদেরকে ছেড়ে দাও, তারা খেতে থাকুক ও ভোগ করুক। আর আশা আকাঙ্ক্ষা তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক ! অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে।

সূরা : সুরা হিজর

وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُومٌ


আর আমি কোনো জনবসতিকে ধ্বংস 
করি না। তার জন্যে লিখিত নির্দিষ্ট মেয়াদ ছাড়া।

সূরা : সুরা হিজর

مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ


কোনো জাতিই নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করে এগিয়ে যেতে পারে না, পিছিয়েও আসতে পারে না।

সূরা : সুরা হিজর

وَقَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ


তারা বলে, হে ঐ ব্যক্তি, যার উপর উপদেশবাণী (কোরআন) অবতীর্ণ করা হয়, নিশ্চয়ই তুমি তো একজন পাগল। 

সূরা : সুরা হিজর

لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ


তাহলে কেনো তুমি বিশেষ শক্তি মালা-ইকাদের নিয়ে আসছো না ? যদি তুমি সত্যবাদী হয়েই থাকো।

সূরা : সুরা হিজর

مَا نُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًا مُّنظَرِينَ


যথার্থ কারণ ব্যতীত মালা-ইকা আমি পাঠাই না। আর তা পাঠালে তখন তো তারা অবকাশ পাবে না।

সূরা : সুরা হিজর

إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

নিশ্চয়ই আমি উপদেশ বাণী (কোরআন) অবতীর্ণ করেছি ,আর আমিই তার সংরক্ষণকারী।

সূরা : সুরা হিজর

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ

আর নিশ্চয়ই তোমাদের থেকে পূর্বে যারা ছিল, তাদের মধ্যেও আমি (রাসূল) পাঠিয়েছি

সূরা : সুরা হিজর

وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

তাদের কাছে এমন কোনও রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি।

সূরা : সুরা হিজর

كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ

এভাবে আমি তা অপরাধীর অন্তরের মধ্যে প্রবেশ করাই।

সূরা : সুরা হিজর

لَا يُؤْمِنُونَ بِهِۦۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ


তারা কোরআনের উপর ঈমান আনবে না। পূর্ববর্তীদের সুন্নাত-আচরণ ঠিক এমনই ছিলো।

সূরা : সুরা হিজর

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ


আমি যদি তাদের উপর আকাশ থেকে কোনো দরজা খুলে দিই, অতঃপর তারা তার মধ্যে চড়তে থাকে।

সূরা : সুরা হিজর

لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ


তবুও তারা বলবে, নিশ্চয়ই আমাদের দৃষ্টিগুলো সম্মোহিত করা হয়েছে, বরং আমরা যাদুগ্রস্থ সম্প্রদায়।

সূরা : সুরা হিজর

وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ


নিশ্চয়ই আমি আকাশের মধ্যে গ্রহ-নক্ষত্র বানিয়েছি। আর তা আমি সুশোভিত করেছি দর্শকদের জন্যে।

সূরা : সুরা হিজর

وَحَفِظْنَٰهَا مِن كُلِّ شَيْطَٰنٍ رَّجِيمٍ


আর আমি তাকে প্রত্যেকটি অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করেছি।

সূরা : সুরা হিজর

إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ مُّبِينٌ


কিন্তু যদি কেউ চুরি করে কথাবার্তা শুনতে চায়, তখন উজ্জ্বল অগ্নীশিখা তার পিছু ধাওয়া করে।

সূরা : সুরা হিজর

وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍ مَّوْزُونٍ


এই জমিনকে আমিই বিস্তৃত করেছি। আর তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছি। আর তার মধ্যে প্রত্যেকটি জিনিসের জন্য সুষম অবস্থা বিকাশের ব্যবস্থা করে দিয়েছি।

সূরা : সুরা হিজর

وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ


আর আমি তার মধ্যে তোমাদের জন্যে এবং তোমরা যার জীবিকাদাতা নও তাদের জন্যে জীবিকার উপকরণসমূহের ব্যবস্থা করেছি।

সূরা : সুরা হিজর

وَإِن مِّن شَىْءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ


আমার কাছেই তো সব জিনিসের ভান্ডার সমূহ রয়েছে, নির্দিষ্ট পরিমাণ ছাড়া সেখান থেকে কিছুই অবতীর্ণ করি না।

সূরা : সুরা হিজর

وَأَرْسَلْنَا ٱلرِّيَٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَسْقَيْنَٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَٰزِنِينَ


আমিই তো বৃষ্টিবাহী বাতাস পাঠিয়ে থাকি। অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। আর তা আমি তোমাদেরকে পান করাই। আর তোমরা তার ভান্ডারসমেহের রক্ষাকারী নও। 

সূরা : সুরা হিজর

وَإِنَّا لَنَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَنَحْنُ ٱلْوَٰرِثُونَ


নিশ্চয়ই আমি জীবন দান করি ও মৃত্যু দেই। আর আমিই তো (সকলের) উত্তারাধিকারী।

সূরা : সুরা হিজর

وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَـْٔخِرِينَ


নিশ্চয়ই তোমাদের মধ্য আগে যারা ছিল তাদেরকে আমি জানি। আর যারা তোমাদের পরে আসবে, তাদেরকেও আমি জানি।

সূরা : সুরা হিজর

وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌ


নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের সবাইকে একত্র করবেন। নিশ্চয়ই তিনি মহা বৈজ্ঞানিক, মহাজ্ঞানী।

সূরা : সুরা হিজর

وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ


নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরী দূর্গন্ধযুক্ত কাদা দিয়ে।

সূরা : সুরা হিজর

وَٱلْجَآنَّ خَلَقْنَٰهُ مِن قَبْلُ مِن نَّارِ ٱلسَّمُومِ

আর জ্বীন তথা এনার্জি শক্তি, ইতঃপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে।*

*15(27),নং আয়াতের ব্যাখ্যায় 55(15)...।

সূরা : সুরা হিজর

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًا مِّن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ


আর তোমার প্রতিপালক যখন মালা-ইকাদেরকে বলেন, আমি শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরী দুর্গন্ধযুক্ত কাদা থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি।

সূরা : সুরা হিজর

فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ

অতঃপর যখন তাকে সুঠাম করে নিবো, আর তার মধ্যে আমার রুহ্ থেকে ফুকে দিবো, তখন তোমরা তার (রুহ্ প্রাপ্ত ব্যাক্তির) আনুগত্য করবে।*

*15(29),নং আয়াতের ব্যাখ্যায় 17(85),
 এবং ধারণকারী ব্যক্তির পরিচয় 58(22)...।

সূরা : সুরা হিজর

فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ


অতঃপর মালা-ইকারা তাদের সবাই একত্রে পরম আনুগত্য প্রকাশ করে। 

সূরা : সুরা হিজর

إِلَّآ إِبْلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ


একমাত্র ইবলীশ (ধোঁকাবাজ মানুষ) ব্যতীত। সে অহংকার করে যে, সে পরম আনুগত্যকারীদের অন্তর্ভূক্ত হবে না।

সূরা : সুরা হিজর

قَالَ يَٰٓإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ


আল্লাহ বলেন, হে ইবলীশ! তোমার কি হয়েছে যে,  তুমি পরম আনুগত্যকারীদের সঙ্গী হলে না?

সূরা : সুরা হিজর

قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ


ইবলীশ বলে, আপনি শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরী দূর্গন্ধযুক্ত কাদা থেকে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে মানতে পারি না।

সূরা : সুরা হিজর

قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ


আল্লাহ বলেন, তাহ'লে তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি বিতাড়িত।

সূরা : সুরা হিজর

وَإِنَّ عَلَيْكَ ٱللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ


নিশ্চয়ই তোমার উপর বিচারের দিন পর্যন্ত অভিশাপ থাকলো।

সূরা : সুরা হিজর

قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ


সে বলে, হে আমার প্রতিপালক ! তাহ'লে আমাকে অবকাশ দিন, এদের পুনরুত্থানের দিন পর্যন্ত।

সূরা : সুরা হিজর

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ


তিনি বলেন, তাহলে নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।

সূরা : সুরা হিজর

إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ


অবধারিত সময়ের দিন পর্যন্ত।

সূরা : সুরা হিজর

قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

সে বলে, হে আমার প্রতিপালক ! যে কারণে আপনি আমাকে বিপথগামী করেছেন, সেজন্যে অবশ্যই আমি তাদেরকে পৃথিবীতে (শিরিকী কাজ গুলোকে) সুশোভন করে দেখাবো, আর তাদের সকলকে বিপথগামী করবো।

সূরা : সুরা হিজর

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ


তবে তাদের মধ্য হতে আপনার একনিষ্ঠ দাসদের ছাড়া।

সূরা : সুরা হিজর

قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ


তিনি বলেন,এই (কোরআন) আমার দিকে পৌছানোর সুপ্রতিষ্ঠিত পথ। 

সূরা : সুরা হিজর

إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْغَاوِينَ


নিশ্চয়ই যারা আমার দাস তাদের উপরে তোমার কোন প্রভাব চলবে না। তবে পথভ্রষ্টদের থেকে যে কেউ তোমার অনুসরণ করবে তাকে ছাড়া।

সূরা : সুরা হিজর

وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ


‘আর নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান’।

সূরা : সুরা হিজর

لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ


তার সাতটি দরজা রয়েছে। আর প্রত্যেকটি দরজার জন্যে তাদের পৃথক পৃথক দল করে দেওয়া হবে।

সূরা : সুরা হিজর

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍ وَعُيُونٍ


নিশ্চয়ই মহৎব্যক্তিরা থাকবে জান্নাত ও ঝর্ণাধারাসমূহে।

সূরা : সুরা হিজর

ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ


বলা হবে, তোমরা এখানে প্রবেশ কর। শান্তির সাথে নিরাপদে।

সূরা : সুরা হিজর

وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَ


তাদের অন্তরসমূহের মধ্যে যে সব ঈর্ষা থাকবে, সে সব আমিই দূর করে দিব। আর সেখানে তারা ভাই-ভাই হয়ে একে অন্যের সামনা সামনি আসনে বসে থাকবে।

সূরা : সুরা হিজর

لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ


সেখানে তাদেরকে কোন অবসাদ/ক্লান্তি স্পর্শ করবে না। আর তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না। 

সূরা : সুরা হিজর

نَبِّئْ عِبَادِىٓ أَنِّىٓ أَنَا ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

আমার দাসদের জানিয়ে দাও যে, আমিই ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা : সুরা হিজর

وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ

এবং এও যে, আমার শাস্তি তা তো নিদারুণ শাস্তি।

সূরা : সুরা হিজর

وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ

আর তাদেরকে ইবরাহীমের মেহমানদের সম্পর্কে জানিয়ে দাও।

সূরা : সুরা হিজর

إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ


যখন তারা তার কাছে প্রবেশ করে , তখন তারা বলে সালাম। সে বলে, নিশ্চয় আমি তোমাদের থেকে আতঙ্কিত।

সূরা : সুরা হিজর

قَالُوا۟ لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٍ


তারা বলে, আপনি আতঙ্কিত হবেন না। আপনাকে একটি বড় জ্ঞানী ছেলের সুসংবাদ দিচ্ছি।

সূরা : সুরা হিজর

قَالَ أَبَشَّرْتُمُونِى عَلَىٰٓ أَن مَّسَّنِىَ ٱلْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ


সে বলে, আমাকে তোমরা সুসংবাদ দিচ্ছো? এ অবস্থায় যে আমাকে বার্ধক্য পেয়েছে। অতএব কি ধরনের তোমরা সুসংবাদ দিচ্ছ?

সূরা : সুরা হিজর

قَالُوا۟ بَشَّرْنَٰكَ بِٱلْحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلْقَٰنِطِينَ



তারা বলে, আমরা আপনাকে সত্য সহকারে সুসংবাদ দিচ্ছি। অতএব আপনি হতাশ লোকদের অন্তর্ভূক্ত হবেন না।

সূরা : সুরা হিজর

قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ


সে বলে, পথভ্রষ্ট লোক ছাড়া আর কেই বা তার প্রতিপালকের অনুগ্রহ থেকে নিরাশ হয়?

সূরা : সুরা হিজর

قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ


সে বলে, হে প্রেরিতগণ! তোমাদের উদ্দেশ্য কি?

সূরা : সুরা হিজর

قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ


তারা বলে, নিশ্চয়ই আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।

সূরা : সুরা হিজর

إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ

তবে লূতের পরিবার ছাড়া। নিশ্চয় আমরা তাদের সবলকে রক্ষা করবো।

সূরা : সুরা হিজর

إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَآۙ إِنَّهَا لَمِنَ ٱلْغَٰبِرِينَ


তবে তার স্ত্রী ব্যতীত, আমরা স্থির করেছি যে, নিশ্চয়ই সে পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত।

সূরা : সুরা হিজর

فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ

অতঃপর যখন প্রেরিতগণ লূতের পরিবারের কাছে উপস্থিত হয়।

সূরা : সুরা হিজর

قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ

সে বলে, তোমরা তো অপরিচিত লোক !

সূরা : সুরা হিজর

قَالُوا۟ بَلْ جِئْنَٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ


তারা বলে, বরং আমরা আপনার কাছে ঐ বিষয় নিয়ে এসেছি, যে ব্যাপারে লোকেরা সন্দেহ করতো।

সূরা : সুরা হিজর

وَأَتَيْنَٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ


আমরা আপনার কাছে এসেছি সত্য নিয়ে, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী।

সূরা : সুরা হিজর

فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ

সুতরাং রাত থাকতেই আপনি নিজ পরিবারের লোকজন সাথে নিয়ে চলে যাবেন। আপনি নিজে তাদের পিছনে থাকবেন। আর তাদের মধ্যে কেউ যেনো পিছন দিকে ফিরে না তাকায়। আর যেখানে যাওয়ার জন্যে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানেই চলে যাবেন।

সূরা : সুরা হিজর

وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقْطُوعٌ مُّصْبِحِينَ


আর আমি তাকে (ওহীর মাধ্যমে) এই বিষয়ে জানিয়ে দিই যে, সকাল না হতেই ঐসব লোকদের শিকড় কেটে ফেলা হবে।

সূরা : সুরা হিজর

وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ


মদিনার (শহরের) অধিবাসীরা আনন্দে দিশাহারা হয়ে দৌড়ে আসে।

সূরা : সুরা হিজর

قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ


লূত বলে, নিশ্চয়ই এরা আমার অতিথি। অতএব তোমরা আমাকে অপমান করো না।

সূরা : সুরা হিজর

وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ

তোমরা আল্লাহকে ভয় কর। আর আমাকে লাঞ্ছিত কর না।

সূরা : সুরা হিজর

قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَٰلَمِينَ

তারা বলে, আমরা কি তোমাকে সারা দুনিয়ার দায়িত্ব নেয়া সম্পর্কে নিষেধ করিনি ?

সূরা : সুরা হিজর

قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَٰعِلِينَ

লূত বলে, একান্তই তোমরা যদি কিছু করতে চাও, তাহলে আমার কন্যাদের সাথে (বিবাহ) করো।

সূরা : সুরা হিজর

لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ


তোমার জীবনের শপথ। নিশ্চয়ই তারা নিশার মধ্যে  উদভ্রান্ত হয়ে ফিরে।

সূরা : সুরা হিজর

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ


অবশেষে সূর্যদোয় হ'তেই বিরাট আওয়াজ এসে তাদেরকে ঘিরে ধরে।

সূরা : সুরা হিজর

فَجَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ


অতঃপর আমি সেই শহরটিকে ওলটপালট করে দিই। তাদের উপরে পোড়া মাটির তৈরী পাথরসমূহ বর্ষণ করি।

সূরা : সুরা হিজর

إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّلْمُتَوَسِّمِينَ


নিশ্চয়ই এতে অন্তরদৃষ্টি-সম্পন্নদের জন্য অনেক নিদর্শন রয়েছে।

সূরা : সুরা হিজর

وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍ


আর নিশ্চয় সেই শহরটি এখনও পথের সাথেই অবস্থিত রয়েছে।

সূরা : সুরা হিজর

إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّلْمُؤْمِنِينَ

নিশ্চয়ই এতে মুমিনদের জন্য অনেক নিদর্শন রয়েছে।

সূরা : সুরা হিজর

وَإِن كَانَ أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ لَظَٰلِمِينَ

আর (আয়কার) বন্য স্বভাবী বিশেষ অধিবাসীরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হয়।

সূরা : সুরা হিজর

فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُّبِينٍ


অবশেষে আমি তাদের থেকেও প্রতিশোধ নিয়ে ছাড়বো। যারা এই দুটো জনপদের অত্যাচারী দূর্নীতিবাজ নেতা, তাদের জন্যে।

সূরা : সুরা হিজর

وَلَقَدْ كَذَّبَ أَصْحَٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ


আর নিশ্চয়ই হিজরের (আফ্রিকার পাহাড়ের) অধিবাসীরাও তো রাসূলদেরকে মিথ্যা জানে।

সূরা : সুরা হিজর

وَءَاتَيْنَٰهُمْ ءَايَٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ


আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দান করেছি ! তবে তারা সে সব অমান্য করে।

সূরা : সুরা হিজর

وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ


আর তারা পাহাড় কেটে নিরাপদে বাস করার জন্যে ঘরসমূহ তৈরী করে।

সূরা : সুরা হিজর

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ


সকাল হ'তে না হ'তেই বিকট শব্দ তাদেরকে ঘিরে ধরে।

সূরা : সুরা হিজর

فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ


তারা যা কিছু উপার্জন করতো, সে সব তাদের কোনও কাজে আসলো না।

সূরা : সুরা হিজর

وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ


আকাশমন্ডল ও পৃথিবী আর এ দু'য়ের মাঝখানে যা কিছু রয়েছে, সে সব কি আমি সত্য সহকারে সৃষ্টি করিনি ? আর নিশ্চয়ই বিশেষ সময় আসবেই। সুতরাং তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলো।

সূরা : সুরা হিজর

إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ

নিশ্চয়ই তোমার প্রতিপালকই মহাস্রষ্টা, মহাজ্ঞানী।

সূরা : সুরা হিজর

وَلَقَدْ ءَاتَيْنَٰكَ سَبْعًا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ


আর নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সাত বারবার আবৃত্তিযোগ্য আর মহান আল কোরআন।

সূরা : সুরা হিজর

لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ

তুমি সেদিকে তোমার দু'চোখ প্রসারিত করবে না, আমি যা কিছু তাদের ভোগ বিলাসের জন্যে দিয়েছি। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক রয়েছে। তাদের জন্যে তুমি চিন্তিত হয়ো না, আর মু'মিনদের জন্যে তোমার বাহু অবনমিত করবে।

সূরা : সুরা হিজর

وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ


আর তুমি বলো ! নিশ্চয়ই আমি সুস্পষ্ট সতর্ককারী।

সূরা : সুরা হিজর

كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ

যেভাবে আমি বিভক্তকারীদের উপরেও অবতীর্ণ করে থাকি।

সূরা : সুরা হিজর

ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ


যারা এই পঠিত কোরআনকে (30/ 40/ 90 পারায়) টুকরো টুকরো করে রেখেছে।

সূরা : সুরা হিজর

فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ أَجْمَعِينَ


সুতরাং তোমার প্রতিপালকের শপথ ! আমি অবশ্যই তাদের সকলকেই জিজ্ঞাসা করবো।

সূরা : সুরা হিজর

عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ


যেসব কাজ তারা করেছে, সে সম্পর্কে।

সূরা : সুরা হিজর

فَٱصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ


সুতরাং ঐ বিষয়ে তুমি প্রকাশ্যে প্রচার করো, যা তোমাকে আদেশ করা হয়েছে। আর মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও।

সূরা : সুরা হিজর

إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ

নিশ্চয়ই আমিই তোমার জন্যে বিদ্রুপকারীদের বিরুদ্ধে যথেষ্ট।

সূরা : সুরা হিজর

ٱلَّذِينَ يَجْعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۚ فَسَوْفَ يَعْلَمُونَ


যারা আল্লাহর সাথে অন্যকেও বিধান দাতা বানিয়েছে, শীঘ্রই তারা জানতে পারবে। 

সূরা : সুরা হিজর

وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ


আর নিশ্চয়ই আমি জানি যে, তারা যা বলে একারণে তোমার মন সংকুচিত হয়।

সূরা : সুরা হিজর

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ


সুতরাং তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে চলো, আর পরম আনুগত্য কারীদের অন্তর্ভূক্ত হও।

সূরা : সুরা হিজর

وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ

আর তুমি তোমার প্রতিপালকের দাসত্ব করতে থাকো। যতক্ষন তোমার কাছে ইয়াকীন (নিশ্চিত বিশ্বাসের জিনিস -মৃত্যু) এসে না যাবে।*

*15(99)নং আয়াতের ব্যাখ্যায় 74(47),102(1-8)...।