সূরা : সূরা মুনাফিকূন

اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَكٰذِبُوْنَ ۚ

তোমার কাছে যখন মুনাফিক্ব-কপট ব্যক্তিরা আসে, তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। অথচ আল্লাহ একথা জানেন যে, নিশ্চয়ই তুমি তাঁর‌ রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিক্বরা অবশ্যই মিথ্যাবাদী।

সূরা : সূরা মুনাফিকূন

اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

তারা তাদের শপথগুলোকে ঢালস্বরূপ বানিয়ে নিয়েছে। অতঃপর তারা আল্লাহর (কুরআনের) পথে লোকদেরকে বাধা দেয়। তারা যা করছে, নিশ্চয়ই তা কতোই না মন্দ !

সূরা : সূরা মুনাফিকূন

ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰي قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ

এটা এ কারণে যে, তারা একবার ঈমান এনেছে, এরপর তারা কুফুরী করেছে। সুতরাং তাদের অন্তরের উপর সীলমোহর করে দেওয়া হয়েছে। তাই তারা কিছুই বুঝে না।

সূরা : সূরা মুনাফিকূন

وَاِذَا رَاَيْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ ؕ وَاِنْ يَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ ؕ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ؕ يَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ؕ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ۫ اَنّٰي يُؤْفَكُوْنَ তুমি যখন তাদেরকে দেখবে, তখন তাদের চেহারা, আকার আকৃতি দেখে তুমি মুগ্ধ হবে। আর তারা যদি (ওয়াজ কিচ্ছা কিহিনীর) আলোচনা শুরু করে দেয়, তাহলে তুমিও শুনতে চাইবে। তারা ঠিক জলতরংগের মতোই। তারা মনে করছে প্রত্যেকটি উঁচু আওয়াজই তাদের বিরুদ্ধে। এরাই তো শত্রু। অতএব তুমি তাদের সম্পর্কে সতর্ক থাকবে। আল্লাহ তাদেরকে ধ্বংস (কতল) করবেন ! তারা কিভাবে সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে !

তুমি যখন তাদেরকে দেখবে, তখন তাদের চেহারা, আকার আকৃতি দেখে তুমি মুগ্ধ হবে। আর তারা যদি (ওয়াজ কিচ্ছা কিহিনীর) আলোচনা শুরু করে দেয়, তাহলে তুমিও শুনতে চাইবে। তারা ঠিক জলতরংগের মতোই। তারা মনে করছে প্রত্যেকটি উঁচু আওয়াজই তাদের বিরুদ্ধে। এরাই তো শত্রু। অতএব তুমি তাদের সম্পর্কে সতর্ক থাকবে। আল্লাহ তাদেরকে ধ্বংস (কতল) করবেন ! তারা কিভাবে সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে !

সূরা : সূরা মুনাফিকূন

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُوْلُ اللّٰهِ لَوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَيْتَهُمْ يَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ

আবার যখন তাদেরকে বলা হয় আসো তোমরা, তোমাদের জন্য আল্লাহর রাসূল ক্ষমা ক্ষমা প্রার্থনা করবেন। তখন কিন্তু তারা নিজেদের মাথা ঘুরিয়ে নেয়। আর তুমি তাদের দেখবে তারা (তোমার কাছে আসা থেকে) বিরত থাকে, আর তারা অহংকারী।

সূরা : সূরা মুনাফিকূন

سَوَآءٌ عَلَيْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ ؕ لَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفٰسِقِيْنَ ।

তাদের জন্য দু'টোই সমান, চাই তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, কিংবা ক্ষমা প্রার্থনা না করো, আল্লাহ তাদেরকে কক্ষনো ক্ষমা করবেন না। নিশ্চয়ই আল্লাহ অমান্যকারী-ফাসিক লোকদেরকে সঠিক পথ দেখান না

সূরা : সূরা মুনাফিকূন

هُمُ الَّذِيْنَ يَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰي مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰي يَنْفَضُّوْا ؕ وَلِلّٰهِ خَزَآئِنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَفْقَهُوْنَ

তারাই তো ঐসব লোক, যারা বলছে যে আল্লাহর রাসূলের কাছে যারা রয়েছে, তাদের জন্য তোমরা কিছুই খরচ করো না। যতক্ষন না তারা ছিন্নভিন্ন হয়ে যায়। অথচ আকাশ ও পৃথিবীর যাবতীয় ধনভাণ্ডারসমূহ তো আল্লাহরই। কিন্তু কপটরা কিছুই বুঝতে পারে না।

সূরা : সূরা মুনাফিকূন

يَقُوْلُوْنَ لَئِنْ رَّجَعْنَاۤ اِلَي الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ

তারা তো একথাও বলে, আমরা যদি মদীনা শহরে ফিরে যেতে পারি তাহলে আমরা যারা অধিক সম্মানিত রয়েছি, সেখান থেকে দুর্বলদেরকে তাড়িয়ে দিবো। অথচ সম্মান তো আল্লাহর, তাঁর রাসূলের ও মু'মিনদের জন্যই। কিন্তু কপটগণ তা জানে না।

সূরা : সূরা মুনাফিকূন

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓئِكَ هُمُ الْخٰسِرُوْنَ

হে যারা ঈমান এনেছ ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেনো তোমাদেরকে আল্লাহর বিশেষ স্মরণ-কোরআন সম্পর্কে ভুলিয়ে না দেয়, এবং যারা এ কাজ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

সূরা : সূরা মুনাফিকূন

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِيَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِيْۤ اِلٰۤي اَجَلٍ قَرِيْبٍ ۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ

আর তোমরা তা থেকে খরচ করো, আমি তোমাদেরকে জীবিকা হিসেবে যা কিছু দান করেছি, তোমাদের মধ্যে কারোর মৃত্যু আসার পূর্বেই। সেদিন তারা বলবে, হে আমার প্রতিপালক ! আমাকে কেন আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দেওয়া হলো না? তাহলে আমি তো দান-সাদাকা করতে পারতাম। আর আমি এভাবে সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হতে পারতাম।

সূরা : সূরা মুনাফিকূন

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

আর আল্লাহ কক্ষনো কোনো ব্যক্তিকেই অবকাশ দেন না, যখন তার নির্ধারিত সময় এসে যায়। আল্লাহ সব খবর রাখেন, তোমরা যা কিছু করে যাচ্ছো।