সূরা : সূরা আল বায়্যিনাহ

لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰي تَاْتِيَهُمُ الْبَيِّنَةُ ۙ

আল কিতাবের ধারক (মুসলমানদের) মধ্য হতে যারা কাফির ও অংশীবাদী মুশরিক, তারা তো কিছুতেই বিরত হবার না, যতক্ষন না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসবে।

সূরা : সূরা আল বায়্যিনাহ

رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ

আল্লাহর পক্ষ হতে একজন রাসূল যে পবিত্র পৃষ্ঠাসমূহ আবৃত্তি করছে।

সূরা : সূরা আল বায়্যিনাহ

فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ؕ

তার মধ্যে স্থায়ী (১১৪ টি লিখিত) অধ্যায় সমূহ রয়েছে।

সূরা : সূরা আল বায়্যিনাহ

وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنَةُ

যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর থেকেই তারা বিভেদে লিপ্ত হয়।

সূরা : সূরা আল বায়্যিনাহ

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ

আর তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, যেনো তারা একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করে খাঁটী মনে। আর শুধু তাঁরই আনুগত্যের প্রমাণ স্বরূপ দায়িত্ব পালন করে আর সাহায্য প্রদান করে, আর এটাই সঠিক জীবন ব্যবস্থা।

সূরা : সূরা আল বায়্যিনাহ

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ فِيْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ؕ اُولٰٓئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ

নিশ্চয়ই আল কিতাবের ধারক (মুসলমানদের) মধ্য হতে যারা কুফুরী করে এবং অংশীবাদী মুশরিকরা জাহান্নামের আগুনের মধ্যে চিরকাল বাস করবে। ঐসব লোক তারাই যারা সৃষ্টির অধম।

সূরা : সূরা আল বায়্যিনাহ

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ؕ

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সংশোধনের কাজ করেছে, ঐসব লোক তারাই যারা সৃষ্টির সেরা।

সূরা : সূরা আল বায়্যিনাহ

جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ رَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهٗ

তাদের পুরুস্কার হিসেবে তাদের প্রতিপালকের নিকট চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত রয়েছে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। তার মধ্যে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট । এটা তার জন্যে, যে তার প্রতিপালককে ভয় করে।