সূরা : সূরা কুরাঈশ

لِاِيْلٰفِ قُرَيْشٍ ۙ

আমদানী রফতানীকারকদের আসক্তি।

সূরা : সূরা কুরাঈশ

اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِ ۚ

শীত ও গ্রীষ্মের দিনে যারা এই আসক্তিতে ভ্রমণ করে থাকে।

সূরা : সূরা কুরাঈশ

فَلْيَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِ ۙ

অতএব তাদের উচিত এই বিশেষ ঘরের মহান প্রতিপালকের দাসত্ব করা।

সূরা : সূরা কুরাঈশ

الَّذِيْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ

যিনি তাদের ক্ষুধায় খাবার দেন এবং তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেন।