সূরা : সুরা আন্আ'ম
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ
সকল প্রশংসা আল্লাহর জন্যেই যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ ও পৃথিবী এবং বানিয়েছেন অন্ধকার ও আলো। এরপরও যারা তাদের প্রতিপালকের প্রতি অবিস্বাস করে, তারা তাঁর সমকক্ষ অন্যান্যদেরকে দাড় করায় !