সূরা : সূরা আত তালাক
يٰۤاَيُّهَا النَّبِيُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ لَا تَدْرِيْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا
হে নবী ! তোমরা যখন স্ত্রীদের তালাক্ব দিবে, তখন তোমরা তাদের তালাক্ব দিবে তাদের ইদ্দতের জন্য এবং তোমরা তাদের ইদ্দত গণনা করবে। আর তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তাদের ঘরগুলো থেকে বের করে দিবে না। আর তারা নিজেরাও বের হবে না। তবে তারা যদি সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় (সেটা ভিন্ন কথা)। এসব হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমানাসমূহ। আর যে কেউ আল্লাহর নির্ধারিত সীমানাসমূহ লংঘন করবে, নিশ্চয়ই সে তার নিজের উপরেই যুলম করে বসবে। তুমি তো কিছুই জান না, এর পরে আল্লাহ হয়তো নতুন কোনো অবস্থা সৃষ্টি করবেন।