সূরা : সূরা আত ত্বীন

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِ ۙ

ডুমুর ও জলপাই ফল প্রমাণ করে।

সূরা : সূরা আত ত্বীন

وَطُوْرِ سِيْنِيْنَ ۙ

আর সবচেয়ে উঁচু হিমালয় পর্বতও।

সূরা : সূরা আত ত্বীন

وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِ ۙ

আর এই শান্তিপূর্ণ (নিরাপদ মক্কা) নগরও।

সূরা : সূরা আত ত্বীন

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِيْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ ۫

নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে !

সূরা : সূরা আত ত্বীন

ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِيْنَ ۙ

এরপরে আমি তাদের (কর্মদোষের কারণে) তাদেরকে অবনতির নিম্নস্তরে ফিরিয়ে দিয়েছি।

সূরা : সূরা আত ত্বীন

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ؕ

তবে যারা ঈমান এনেছে এবং সংশোধনের কাজ করেছে, তাদের জন্যই তো অশেষ প্রতিফল রয়েছে।

সূরা : সূরা আত ত্বীন

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ ؕ

সুতরাং এরপরেও কিসে তোমাকে অস্বীকার করায় বিচার দিনের ব্যাপারে?

সূরা : সূরা আত ত্বীন

اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ

তবে আল্লাহ কি সব বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?