সূরা : সূরা আল আলাক

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ ۚ

তুমি পড় তোমার প্রতিপালকের নামের সাথে, যিনি সৃষ্টি করেছেন।

সূরা : সূরা আল আলাক

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۚ

তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে।

সূরা : সূরা আল আলাক

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۙ

তুমি পড়, আর তোমার প্রতিপালক বড়ই অনুগ্রহশীল।

সূরা : সূরা আল আলাক

الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِ ۙ

যিনি কলম দিয়ে শিক্ষা দিয়ে থাকেন।

সূরা : সূরা আল আলাক

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ ؕ

তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দেন, যা সে জানতো না।

সূরা : সূরা আল আলাক

كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰۤي ۙ

কখনও নয়, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে থাকে।

সূরা : সূরা আল আলাক

اَنْ رَّاٰهُ اسْتَغْنٰي ؕ

একারণে যে, সে নিজেকে মনে করে অভাবমুক্ত।

সূরা : সূরা আল আলাক

اِنَّ اِلٰي رَبِّكَ الرُّجْعٰي ؕ

নিশ্চয় তোমার প্রতিপালকের দিকে অবশ্যই ফিরে যেতে হবে।

সূরা : সূরা আল আলাক

اَرَءَيْتَ الَّذِيْ يَنْهٰي ۙ

তুমি কি তাকে দেখেছো, যে বাধা দেয় ?

সূরা : সূরা আল আলাক

عَبْدًا اِذَا صَلّٰي ؕ

আমারই এক দাসকে, যখন সে দায়িত্ব পালন করে।

সূরা : সূরা আল আলাক

اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَي الْهُدٰۤي ۙ

তুমি কি ভেবে দেখেছো, সে যদি সঠিক পথের উপরেই থাকে ?

সূরা : সূরা আল আলাক

اَوْ اَمَرَ بِالتَّقْوٰي ؕ

অথবা সে বিধি-বিধান পালনের নির্দেশ দেয়।

সূরা : সূরা আল আলাক

اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰي ؕ

তুমি কি ভেবে দেখেছো ! সে যদি মিথ্যা আরোপ করে আর মুখ ফিরিয়ে নেয় (কি পরিণাম হবে)।

সূরা : সূরা আল আলাক

اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰي ؕ

নাকি সে জানে না ! যে আল্লাহ সব কিছু দেখেন।

সূরা : সূরা আল আলাক

كَلَّا لَئِنْ لَّمْ يَنْتَهِ ۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِ ۙ

সাবধান, সে যদি বিরত না হয়, তাহলে অবশ্যই আমি তার ঝুঁটি (কপালের সম্মুখভাগের চুল) ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাবো।

সূরা : সূরা আল আলাক

نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۚ

সেই মিথ্যুক, পাপীর ঝুঁটি (সামনের চুল)।

সূরা : সূরা আল আলাক

فَلْيَدْعُ نَادِيَهٗ ۙ

অতএব সে তার দোসরদেরকে ডেকে নিক।

সূরা : সূরা আল আলাক

سَنَدْعُ الزَّبَانِيَةَ ۙ

শীঘ্রই আমি আমার জাহান্নামে নিযুক্ত প্রহরীদেরকে ডেকে পাঠাবো।

সূরা : সূরা আল আলাক

كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ٛ

সাবধান, তুমি তাকে অনুসরণ করবে না। আর তুমি পরম আনুগত্য কর এবং আমার নিকটবর্তী হও।