সূরা : সুরা আস সাফ্ফাত

وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ

সারিবদ্ধভাবে যারা দাঁড়ায় তা একটি প্রমাণ।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ

যারা কঠোর পরিচালক তাও একটি প্রমাণ।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَالتّٰلِيٰتِ ذِكْرًا ۙ

অতঃপর যারা উপদেশবাণী পাঠ করে ।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّ اِلٰـهَكُمْ لَوَاحِدٌ ؕ

নিশ্চয়ই তোমাদের বিধানদাতা একজনই।

সূরা : সুরা আস সাফ্ফাত

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ

তিনি হলেন আকাশমন্ডল ও পৃথিবী আর এ দু'য়ের মাঝে যা কিছু রয়েছে সে সবের প্রতিপালক। আর সকল উদয়স্থলেরও।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ الْكَوَاكِبِ ۙ

নিশ্চয়ই আমি কাছের আকাশকে তারকাদের চাকচিক্য দ্বারা সুশোভিত করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍ ۚ

প্রত্যেকটি অবাধ্য শয়তান মানুষদের হ'তে নিরাপত্তার ব্যবস্থা করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

لَا يَسَّمَّعُوْنَ اِلَي الْمَلَاِ الْاَعْلٰي وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۖ

ওপরের জগতের কিছু তারা শুনতে চাইলে প্রত্যেক দিক থেকে তাদের দিকে (উল্কাপিণ্ড) নিক্ষিপ্ত করা হয়।

সূরা : সুরা আস সাফ্ফাত

دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۙ

তাড়ানোর জন্যে, আর তাদের জন্যে রয়েছে অবিরাম শাস্তি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ

তবে যদি কেউ হঠাৎ করে শুনে নেয়, তখন তাকে অনুসরন করে জ্বলন্ত উল্কা।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ

অতঃপর তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, সৃষ্টি হিসাবে তারা কি বেশী কঠিন ! না আমি অন্য যা সৃষ্টি করেছি ? নিশ্চয়ই আমি তাদেরকে এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ ۪

বরং তুমি অবাক হচ্ছো আর তারা বিদ্রুপ করছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ

۪আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, তখন তারা উপদেশ গ্রহণ করে না।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَ ۪

আবার যখন তারা কোনো নিদর্শন দেখতে পায়, তখন তারা ঠাট্টা উপহাস করতে থাকে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ۚۖ

আর তারা বলে, এটা সুস্পষ্ট যাদু ব্যতীত কিছুই নয় !

সূরা : সুরা আস সাফ্ফাত

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۙ

বলে আমরা যখন মরে যাবো, মাটিতে পরিণত হবো, আর হাড়গুলোই পড়ে থাকবে তখন কি আবার আমাদেরকে জীবিত করে উঠানো হবে ?

সূরা : সুরা আস সাফ্ফাত

اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ؕ

এবং কি আমাদের পূর্বকালের বাপ-দাদাদেরকেও ?

সূরা : সুরা আস সাফ্ফাত

قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۚ

তুমি বলে দাও,জি হ্যাঁ ! আর তোমরাই অপমানিত হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ

তা তো শুধু একটি মাত্র বিকট কম্পন শব্দ। অতঃপর তখন তারা তা দেখতে পাবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَقَالُوْا يٰوَيْلَنَا هٰذَا يَوْمُ الدِّيْنِ

তারা বলবে, দূর্ভাগ্য আমাদের ! এটাই তো বিচারের দিন।

সূরা : সুরা আস সাফ্ফাত

هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ

এটাই তো সেই ফায়সালার দিন, যার সম্পর্কে তোমরা মিথ্যা বলতে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَ ۙ

(বলা হবে) যারা সীমালঙ্ঘন করেছিল, তাদেরকে আর তাদের সংগী সাথীদেরকে একত্র করে আনো। আর যাদের দাসত্ব তারা করতো তাদেরকেও।

সূরা : সুরা আস সাফ্ফাত

مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰي صِرَاطِ الْجَحِيْمِ ٙ

আল্লাহকে বাদ দিয়ে। তাই তাদের সবাইকে সংকীর্ণ জায়গার যাতনার পথের দিকে পরিচালিত করো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْئُوْلُوْنَ ۙ

আর তাদেরকে একটু থামাও। নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ

তোমাদের হলো কি ? তোমরা যে একে অন্যকে কোনো সাহায্যই করছো না।

সূরা : সুরা আস সাফ্ফাত

بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ

বরং আজ তারা আত্মসমর্পকারী হয়ে ধরা দিচ্ছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰي بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ

আর তারা তাদের একে অপরের দিকে মুখোমুখি হয়ে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ

(অনুসারীরা বলবে) তোমরাই তো এমন ছিলে, যারা ডান দিক থেকে (ধর্ম নিয়ে) আসতে !

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَ ۚ

জবাবে তারা (মুল্লারা) বলবে, বরং তোমরা তো মু'মিন ছিলে না।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ

আর তোমাদের উপরে আমাদের তো কোনো কর্তৃত্ব ছিলো না। বরং তোমরাই তো অবাধ্য সম্প্রদায় ছিলে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖ اِنَّا لَذَآئِقُوْنَ

সুতরাং আমাদের প্রতিপালকের কথাই আমাদের উপর সত্য প্রমাণিত হলো। নিশ্চয়ই এখন আমাদেরকে (শাস্তির) স্বাদ ভোগ করতে হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ

কারণ আমরাই তোমাদেরকে (আমাদের বানোয়াট মতবাদ ও পুস্তকাদী দিয়ে) বিভ্রান্ত করেছি, নিশ্চয়ই আমরা ছিলাম বিভ্রান্ত'।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُوْنَ

অতঃপর নিশ্চয়ই তারা সবাই সেদিন শাস্তির মধ্যে সম অংশীদার হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ

নিশ্চয়ই আমি অপরাধীদের সাথে এরূপই করে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ ۙ يَسْتَكْبِرُوْنَ ۙ

নিশ্চয়ই তারা তো এমনই ছিলো, যখনই তাদেরকে বলা হতো, (লা-ইলা-হা ইল্লাল্লাহু) আল্লাহ ছাড়া কোন সত্যিকারের বিধানদাতা নেই। তখন তারা অহংকার করতো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَيَقُوْلُوْنَ اَئِنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ؕ

তারা আরও বলতো, আমরা কি আমাদের বিধানদাতাদেরকে (মোল্লাদেরকে) পরিত্যাগ করবো একজন কবির জন্যে, যে পাগল?

সূরা : সুরা আস সাফ্ফাত

بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ

বরং এই রাসুল তো সত্য নিয়ে এসেছে। আর সে রাসুলদের সত্য বলে স্বীকার করেছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّكُمْ لَذَآئِقُوا الْعَذَابِ الْاَلِيْمِ ۚ

নিশ্চয়ই তোমাদেরকে নিদারুণ শাস্তি ভোগ করতে হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۙ

আর তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে না, এছাড়া যে সব কাজ তোমরা করতে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ

তবে যারা আল্লাহর নিষ্ঠাবান দাসরূপে গণ্য হয়েছে তাদের কথা আলাদা।

সূরা : সুরা আস সাফ্ফাত

اُولٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۙ

তাদের জন্যে এমন জীবিকা রয়েছে, যা খুবই পরিচিত।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَوَاكِهُ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۙ

সবরকমের ফল-মূল, আর তারা হবে বড়ই সম্মানিত।

সূরা : সুরা আস সাফ্ফাত

فِيْ جَنّٰتِ النَّعِيْمِ ۙ

সুখকর বাগানসমূহের মধ্যে।

সূরা : সুরা আস সাফ্ফাত

عَلٰي سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ

মূল্যবান আসনে সামনা-সামনিভাবে বসে থাকবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۭ ۙ

তাদের কাছে এমন পেয়ালা নিয়ে আসা হবে, যা হবে চমকদার, তাই পরিবেশন করা হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

بَيْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ۚۖ

সাদা আর পানকারীদের জন্যে খুবই সুস্বাদু।

সূরা : সুরা আস সাফ্ফাত

لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ

তার মধ্যে কোনো মানসিক বিকৃতি থাকবে না, আর তা হ'তে তারা মাতালও হবে না।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌ ۙ

আর তাদের কাছেই থাকবে আনত-নয়নাগণ।

সূরা : সুরা আস সাফ্ফাত

كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ

যেনো তারা সুরক্ষিত ডিম।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰي بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ

অতঃপর তারা একে অপরের সামনা-সামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالَ قَآئِلٌ مِّنْهُمْ اِنِّيْ كَانَ لِيْ قَرِيْنٌ ۙ

জান্নাতিদের মধ্যে একজন বক্তা একথা বলবে, আমার একজন সাথী ছিলো।

সূরা : সুরা আস সাফ্ফাত

يَّقُوْلُ اَئِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِيْنَ

সে বলতো, তুমি কি (পুনরুত্থানের) সত্যতা স্বীকারকারীদের অন্তর্ভূক্ত ?

সূরা : সুরা আস সাফ্ফাত

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيْنُوْنَ

যখন আমরা মরে যাবো, আর আমরা মাটি ও হাড়ে পরিণত হবো তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে ?

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ

বলা হবে, তোমরা কি উঁকি মেরে দেখতে চাও ?

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاطَّلَعَ فَرَاٰهُ فِيْ سَوَآءِ الْجَحِيْمِ

তখন সে ব্যক্তি উঁকি মেরে দেখবে, তখন সে তাকে (জাহান্নামের) সংকীর্ণ জায়গার শাস্তির মধ্যে দেখতে পাবে !

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِيْنِ ۙ

জান্নাতী ব্যক্তি বলবে, আল্লাহর শপথ ! তুমি তো প্রায় আমাকে ধ্বংসই করে ফেলেছিলে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَوْلَا نِعْمَةُ رَبِّيْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ

আর আমার প্রতিপালকের অনুগ্রহ যদি নাই থাকতো, তাহলে যারা পাকড়াও হয়ে এসেছে, আমিও তো তাদেরই অন্তর্ভূক্ত হতাম।

সূরা : সুরা আস সাফ্ফাত

اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَ ۙ

(জান্নাতিরা বলবে) আমরা তো আর মরবো না !

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰي وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ

প্রথমবারের মৃত্যু ছাড়া। আর আমাদেরকে কোনো শাস্তি ভুগতে হবে না।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ

নিশ্চয়ই এ অবশ্যই সেই মহা সাফল্য।

সূরা : সুরা আস সাফ্ফাত

لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ

এর অনুরূপ সাফল্যের জন্যই তো পরিশ্রমীদের সাধনা করা উচিৎ।

সূরা : সুরা আস সাফ্ফাত

اَذٰلِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ

এই আপ্যায়ন কি উত্তম ! না জাক্কুমের গাছ ?

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ

নিশ্চয়ই আমি সেই গাছকে সীমালঙ্ঘনকারীদের পরীক্ষা করার জন্যেই সৃষ্টি করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِيْۤ اَصْلِ الْجَحِيْمِ ۙ

নিশ্চয়ই সেই গাছটি (জাহান্নামের) সংকীর্ণ জায়গার তলদেশ থেকে বের হয়।

সূরা : সুরা আস সাফ্ফাত

طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ

সে গাছের ফল ঠিক ‘শয়তানদের মাথাগুলোর মতো।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ؕ

অতঃপর নিশ্চয়ই তারা সেই ফল খেতে বাধ্য হবে, আর তাই দিয়ে তাদের পেট ভরে ফেলবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

ثُمَّ اِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيْمٍ ۚ

এরপরে তাদের জন্যে ফুটন্ত পানি এনে দেওয়া হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَا۠اِلَي الْجَحِيْمِ

এরপর নিশ্চয়ই তাদের (জাহান্নামের) সংকীর্ণ জায়গার দিকেই প্রত্যাবর্তন হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّيْنَ ۙ

নিশ্চয়ই তারা তাদের বাপ-দাদাদেরকে বিপথগামী অবস্থায় দেখতে পেয়েছিলো।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَهُمْ عَلٰۤي اٰثٰرِهِمْ يُهْرَعُوْنَ

অতঃপর তারাও তাদের পদাংক অনুসরণে ছুটে চলছিলো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِيْنَ ۙ

আর নিশ্চয় তাদের পূর্বে প্রাথমিক যুগের মানুষের বেশীরভাগই পথভ্রষ্ট হয়েছিল।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَقَدْ اَرْسَلْنَا فِيْهِمْ مُّنْذِرِيْنَ

আর নিশ্চয়ই আমি তাদের কাছেও সতর্ককারী পাঠিয়েছিলাম।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ ۙ

সুতরাং দেখো, তাদের পরিনাম কেমন দাঁড়ালো ? যাদেরকে সতর্ক করা হয়েছিলো !

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ

তবে আল্লাহর বিশেষ দাসদের কথা আলাদা।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَ ۫ۖ

আর নূহ আমাকে ডাকে। আর আমি সাড়া দানকারী হিসেবে কতই না উত্তম !

সূরা : সুরা আস সাফ্ফাত

وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ ۫ۖ

আমি তাকে, আর তার পরিবার পরিজনকে মহা সংকট হ'তে উদ্ধার করি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبٰقِيْنَ ۫ۖ

আমি তারই বংশধরকে টিকিয়ে রাখি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْاٰخِرِيْنَ ۫ۖ

আর আমি তারই উদ্দেশ্যে, পরে যারা আসবে তাদের জন্যে একথা চিরস্থায়ী করে দিয়েছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

سَلٰمٌ عَلٰي نُوْحٍ فِي الْعٰلَمِيْنَ

শান্তি বর্ষিত হয়েছে নুহের উপর, সমগ্র বিশ্বের মধ্যে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّا كَذٰلِكَ نَجْزِي الْمُحْسِنِيْنَ

নিশ্চয়ই আমি এভাবেই তো সৎকর্মপরায়ণদেরকে পুরুস্কার দান করে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ

নিশ্চয়ই সে আমার মু'মিন দাসদের অন্তর্ভূক্ত।

সূরা : সুরা আস সাফ্ফাত

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ

এরপর আমি অন্যদেরকে ডুবিয়ে দিই।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ ۘ

নিশ্চয়ই তার মতো অনুসারীদের মধ্যে ইবরাহীমও একজন।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍ

ইবরাহীম যখন বিশুদ্ব অন্তর নিয়ে তার প্রতিপালকের কাছে উপস্হিত হয়।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۚ

যখন সে তার পিতা ও তার জাতিকে বলে, তোমরা কিসের দাসত্ব করছো?

সূরা : সুরা আস সাফ্ফাত

اَئِفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَ ؕ

তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা দেব-দেবীর কাছে (সাহায্য) চাও?

সূরা : সুরা আস সাফ্ফাত

فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ

তা'হলে বিশ্বজগতের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কি?

সূরা : সুরা আস সাফ্ফাত

فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُوْمِ ۙ

অতঃপর সে তারকাগুলোর দিকে একবার লক্ষ্য করে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَقَالَ اِنِّيْ سَقِيْمٌ

অতঃপর বলে, নিশ্চয়ই আমি অসুস্থ বোধ করছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ

ফলে সেই লোকগুলো তার থেকে পিঠ ফিরিয়ে চলে যায়।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَرَاغَ اِلٰۤي اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۚ

তারপরে সে তাদের দেবতাগুলোর নিকট চুপিসারে যায়, অতঃপর বলে, তোমরা খাচ্ছো না কেনো?

সূরা : সুরা আস সাফ্ফাত

مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ

তোমাদের কি হয়েছে যে ? তোমরা কথাও বলছো না !

সূরা : সুরা আস সাফ্ফাত

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِالْيَمِيْنِ

অতঃপর ইবরাহীম তাদের সামনে সঠিক উদাহরণ পেশ করে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاَقْبَلُوْۤا اِلَيْهِ يَزِفُّوْنَ

অতঃপর সেই লোকগুলো ইবরাহীমের কাছে ছুটে আসে।

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۙ

ইবরাহীম বলে, তোমরা কি এগুলোকেই পূজা-অর্চনা করো ? যা তোমরা নিজেদের হাতে খোদাই করে তৈরী করে থাকো !

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ

অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তাদেরকেও যা তোমরা তৈরী করে থাকো।

সূরা : সুরা আস সাফ্ফাত

قَالُوا ابْنُوْا لَهٗ بُنْيَانًا فَاَلْقُوْهُ فِي الْجَحِيْمِ

তারা বলে, তার জন্যে তোমরা একটি প্রাচীর বেষ্টনী অগ্নিকুন্ড তৈরী করো, অতঃপর ইবরাহীমকে সেই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِيْنَ

অতঃপর তারা ইবরাহীমের বীরুদ্বে একটি ষড়যন্ত্রের সংকল্প করে, তখন আমিই তাদেরকে হেয় প্রতিপন্ন করি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَقَالَ اِنِّيْ ذَاهِبٌ اِلٰي رَبِّيْ سَيَهْدِيْنِ

সে বলে, নিশ্চয়ই আমি আমার প্রতিপালকের দিকেই চলছি। শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন।

সূরা : সুরা আস সাফ্ফাত

رَبِّ هَبْ لِيْ مِنَ الصّٰلِحِيْنَ

হে আমার প্রতিপালক ! আপনি আমাকে সংশোধনকারীদের অন্তর্ভুক্ত একটি পুত্র সন্তান দান করুন।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ

ফলে আমি তাকে একটি ধীরস্থীর বুদ্ধি সম্পন্ন পুত্র সন্তানের সুসংবাদ দিই।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يٰبُنَيَّ اِنِّيْۤ اَرٰي فِي الْمَنَامِ اَنِّيْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰي ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۫ سَتَجِدُنِيْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ

অতঃপর যখন সেই ছেলেটি তার সাথে চলাফেরা করতে লাগে, তখন সে বলে, হে আমার পুত্র। আমি স্বপ্নে দেখতে পেলাম, আমি তোমাকে জবেহের মাধ্যমে আলাদা করছি। এখন তুমি ভেবে দেখো তোমার কি মত হয় ! ছেলেটি বলে, হে আমার পিতা, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তাই করুন। ইনশা-আল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ ۚ

অতঃপর তারা দু'জনই যখন আত্মসমর্পণ করে মেনে নেয়, তখন ইবরাহীম তাকে সামনের জন্যে শায়িত করে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُ ۙ

আর আমিও তাকে ডাক দিই যে, হে ইবরাহীম !

সূরা : সুরা আস সাফ্ফাত

قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِي الْمُحْسِنِيْنَ

তুমি তো নিজের স্বপ্নকে খুব উত্তমরূপেই সত্য বলে প্রমাণ করলে ! নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মপরায়ণদেরকে প্রতিফল দান করে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓـؤُا الْمُبِيْنُ

নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ

আর আমি তাকে এক বিরাট প্রতিদান দিই জবেহের মাধ্যমে পৃথক করার কারণে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْاٰخِرِيْنَ ۖ

তারপরে যারা পরবর্তীতে আসবে তাদের জন্যে এই কথাটি কায়েম রাখি।

সূরা : সুরা আস সাফ্ফাত

سَلٰمٌ عَلٰۤي اِبْرٰهِيْمَ

ইবরাহীমের উপরে শান্তি বর্ষিত হয়েছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

كَذٰلِكَ نَجْزِي الْمُحْسِنِيْنَ

এভাবেই তো সৎকর্মপরায়ণদেরকে আমি প্রতিফল দান করি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ

নিশ্চয়ই সে আমার মু'মিন দাসদের অন্তর্ভূক্ত।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ

আর আমি তাকে ইসহাকের সম্পর্কে সুসংবাদ দান করি যে,( ইসহাকও) সংশোধনকারীদের অন্তর্ভুক্ত নবী হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰۤي اِسْحٰقَ ؕ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ

আর আমি ইবরাহীম ও ইসহাকের উপরে বরকত দান করেছি। আর তাদের দু'জনের বংশধরদের মধ্য হ'তে কেউ হয় সৎকর্মপরায়ণ এবং কেউ হয় তার নিজের উপর সুস্পষ্ট সীমালঙ্ঘনকারী।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَقَدْ مَنَنَّا عَلٰي مُوْسٰي وَهٰرُوْنَ ۚ

আর নিশ্চয়ই আমি মূসা ও হারূণের উপর অনুগ্রহ করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَنَجَّيْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ ۚ

আর আমিই তো তাদের উভয়কে আর তাদের উভয়ের জাতিকে মহা সংকট হ'তে উদ্ধার করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ ۚ

আমিই তো তাদেরকে সাহায্য করেছি। তাই তো তারা জয়লাভে সক্ষম হয়েছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ ۚ

আমি তাদের উভয়কে সুস্পষ্ট আল কিতাব দান করেছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ۚ

আর আমিই তাদের উভয়কে সুপ্রতিষ্ঠিত পথে পরিচালিত করেছি

সূরা : সুরা আস সাফ্ফাত

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْاٰخِرِيْنَ ۙ

আর আমি তাদের উভয়ের সম্বন্ধে পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি।

সূরা : সুরা আস সাফ্ফাত

سَلٰمٌ عَلٰي مُوْسٰي وَهٰرُوْنَ

মূসা ও হারূনের উপরে শান্তি বর্ষিত হয়েছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّا كَذٰلِكَ نَجْزِي الْمُحْسِنِيْنَ

নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিফল দান করে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ

নিশ্চয়ই তারা দু'জনও আমার মু'মিন দাসদের অন্তর্ভুক্ত ।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَ ؕ

আর নিশ্চয়ই ইলিয়াছও রাসূলদের অন্যতম।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ

ইলিয়াছ যখন তার জাতিকে বলে, তোমরা কি সাবধান হবে না ?

সূরা : সুরা আস সাফ্ফাত

اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِيْنَ ۙ

তোমরা বা'লান তথা স্বামীদেরকে ডাকছো, যাদের কোনো মূল্য নেই। আর সর্বত্তোম স্রষ্টাকে ছেড়ে দিয়েছো ?

সূরা : সুরা আস সাফ্ফাত

اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآئِكُمُ الْاَوَّلِيْنَ

যে আল্লাহ‌ তোমাদের প্রতিপালক, আর তোমাদের পূর্বের বাপ-দাদাদেরও।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۙ

সুতরাং তারা তাকে মিথ্যা জানে। তাই তো তাদেরকে পাকড়াও করে আনা হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ

তবে আল্লাহর একনিষ্ঠ দাসদেরকে বাদ দিয়ে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْاٰخِرِيْنَ ۙ

আমি তার উদ্দেশ্যে, পরে যারা আসবে তাদের জন্যে একথাটি কায়েম রাখি।

সূরা : সুরা আস সাফ্ফাত

سَلٰمٌ عَلٰۤي اِلْ يَاسِيْنَ

ইল-ইয়াসিনের উপরেও শান্তি বর্ষিত হয়েছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّا كَذٰلِكَ نَجْزِي الْمُحْسِنِيْنَ

নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিফল দান করে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ

নিশ্চয়ই সে আমার মু'মিন দাসদের অন্তর্ভুক্ত।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَ ؕ

আর নিশ্চয়ই লূতও রাসূলদেরই একজন।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِذْ نَجَّيْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِيْنَ ۙ

আমি যখন লূতকে আর তার পরিবারের লোকজনকে একত্রে উদ্ধার করি।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا عَجُوْزًا فِي الْغٰبِرِيْنَ

তবে এক বৃদ্বাকে (অর্থাৎ তার স্ত্রীকে) বাদ দিয়ে, যে পিছনে অবস্থানকারী লোকদের অন্তর্ভুক্ত হয়।

সূরা : সুরা আস সাফ্ফাত

ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ

এরপর আমি বাকীদেরকে ধ্বংস করে দিই।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَ

আর তোমরা তো তাদের উপর দিয়ে সকালবেলা যাতায়াত করে থাকো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَبِالَّيْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ

আর রাতের বেলাও। তবুও কি তোমরা জ্ঞান কাজে লাগাবে না ?

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَ ؕ

আর ইউনুছও রাসূলদের একজন।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِذْ اَبَقَ اِلَي الْفُلْكِ الْمَشْحُوْنِ ۙ

সে যখন পালিয়ে বোঝাই নৌকার দিকে যায়।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَ ۚ

অতঃপর সে জঘন্য ঢেউয়ের মধ্যে ঘিরে যায়, আর ধরা পড়ে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ

তারপর বড় মাছ তাকে গিলে ফেলল। আর সে (নিজেকে) ধিক্কার দিচ্ছিলো।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَ ۙ

তখন সে যদি (আল্লাহর) পবিত্র মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতো।

সূরা : সুরা আস সাফ্ফাত

لَلَبِثَ فِيْ بَطْنِهٖۤ اِلٰي يَوْمِ يُبْعَثُوْنَ ۚؒ

তাহলে সে তারই পেটের মধ্যে পুনরুত্থানের দিন পর্যন্ত থেকে যেতো।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ ۚ

এরপরে আমি তাকে একটি তৃণলতাহীন-ময়দানে নিক্ষেপ করলাম। তখন সে বড়ই ক্লান্ত-অসুস্থ অবস্থায় ছিলো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍ ۚ

আর আমি তার জন্যে একটি ইয়াকতীন* গাছ উৎপন্ন করি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاَرْسَلْنٰهُ اِلٰي مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَ ۚ

আর আমি ইউনুসকে একশত হাজার (অর্থাৎ এক লক্ষ) বা আরও বেশি লোকদের কাছে রাসূল হিসেবে পাঠাই।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰي حِيْنٍ ؕ

অতঃপর তারা ঈমান আনে, আর আমিও তাদেরকে একটি নির্দিষ্টকাল পর্যন্ত সুখ, সম্পদ ও আরাম দান করি।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ ۙ

অতঃপর তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের প্রতিপালকের জন্যে কি কন্যাসমূহ, আর তোমাদের নিজেদের জন্যে পুত্রসমূহ থাকবে ?

সূরা : সুরা আস সাফ্ফাত

اَمْ خَلَقْنَا الْمَلٰٓئِكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ

আমি কি শক্তিধর মালা-ইকাদেরকে নারীরূপে সৃষ্টি করেছি ? আর তারা কি তা দেখেছে ?

সূরা : সুরা আস সাফ্ফাত

اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَ ۙ

জেনে রাখো, নিশ্চয়ই তারা তাদের মনগড়া কথা বলছে যে,

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَدَ اللّٰهُ ۙ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ

আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন ! আর তারা অবশ্যই মিথ্যাবাদী।

সূরা : সুরা আস সাফ্ফাত

اَصْطَفَي الْبَنَاتِ عَلَي الْبَنِيْنَ ؕ

তিনি কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যাদেরকে পছন্দ করেছেন?

সূরা : সুরা আস সাফ্ফাত

مَا لَكُمْ ۟ كَيْفَ تَحْكُمُوْنَ

তোমাদের কি হয়েছে? তোমরা কেমন বিচার করছো !

সূরা : সুরা আস সাফ্ফাত

اَفَلَا تَذَكَّرُوْنَ ۚ

তবে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?

সূরা : সুরা আস সাফ্ফাত

اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌ ۙ

না কি তোমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ আছে ?

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ

তাহ'লে তোমরা তোমাদের কিতাব নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হয়েই থাকো !

সূরা : সুরা আস সাফ্ফাত

وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۙ

তারা আল্লাহর সাথে জিন্নাত তথা অদেখাদেরকে নিয়ে আত্মীয়তা আবিষ্কার করেছে ! অথচ জীন-অদেখারা জানে যে তাদেরকেও উপস্থিত করা হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَ ۙ

তিনি হলেন পবিত্র মহান। তারা (পীর মৌলভীরা) যা কিছু বলছে তার তুলনায়।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ

তবে আল্লাহর একনিষ্ঠ দাস যারা রয়েছে, তাদের কথা আলাদা।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۙ

সুতরাং তোমরা এবং যাদের তোমরা দাসত্ব করো।

সূরা : সুরা আস সাফ্ফাত

مَاۤ اَنْتُمْ عَلَيْهِ بِفٰتِنِيْنَ ۙ

তোমরা আল্লাহ সম্বন্ধে কাউকে বিভ্রান্ত করতে পারবে না।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيْمِ

তবে শুধু যে নিজেই (জাহান্নামের) সংকীর্ণ জায়গায় পৌঁছাবে তাকে ছাড়া।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۙ

আর আমাদের মধ্যে প্রত্যেকের জন্যই তো দাঁড়ানোর নির্দিষ্ট সুপরিচিত মর্যাদা রয়েছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۚ

আর আমরা সবাই সারি বেঁধে দাঁড়িয়ে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ

আর নিশ্চয়ই আমরা মহিমা ঘোষণা করতে থাকি।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنْ كَانُوْا لَيَقُوْلُوْنَ ۙ

আর এরা যখন বলবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِيْنَ ۙ

আমাদের কাছে যদি বিশেষ স্মরণ (কুরআন) আগেকার লোকদের মতোই আসতো !

সূরা : সুরা আস সাফ্ফাত

لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ

তাহলে আমরা অবশ্যই আল্লাহর বিশেষ দাসরূপে গণ্য হতে পারতাম।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ يَعْلَمُوْنَ

অতঃপর তারা এই কুরআনের সাথে অস্বীকার করে। তাই তারা শীঘ্রই জানতে পারবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ۚۖ

নিশ্চয়ই আমার প্রেরিত রাসূল দাসদের জন্যে এই কথা আগে থেকেই সুনির্দিষ্ট করা হয়েছে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪

নিশ্চয়ই তারা সাহায্যপ্রাপ্ত হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ

আর নিশ্চয়ই আমার সৈন্যরাই বিজয়ী হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰي حِيْنٍ ۙ

সুতরাং তুমি তাদেরকে কিছুকাল উপেক্ষা করো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُوْنَ

আর তুমি তাদেরকে দেখতে থাকো। অতঃপর তারা শীঘ্রই (এর পরিণাম) দেখতে পাবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ

তবে কি তারা আমার শাস্তি সম্পর্কে তাড়াহুড়া করছে?

সূরা : সুরা আস সাফ্ফাত

فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ

অতঃপর যখন তা তাদের আঙ্গিনায় নেমে আসবে, তখন সতর্কীকৃতদের প্রভাত কতই না মন্দ হবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰي حِيْنٍ ۙ

তুমি আর কিছুকাল পর্যন্ত তাদেরকে এড়িয়ে চলো।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَّاَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُوْنَ

আর তুমি তাদেরকে দেখতে থাকো। শীঘ্রই তারাও দেখতে পাবে।

সূরা : সুরা আস সাফ্ফাত

سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ ۚ

তোমার প্রতিপালক পবিত্র মহান। প্রতিপালক হলেন মহা-সম্মানের অধিকারী, তারা যাকিছু আরোপ করছে সে সবের তুলনায়।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَسَلٰمٌ عَلَي الْمُرْسَلِيْنَ ۚ

আর শান্তি সকল রাসূলদের উপর।

সূরা : সুরা আস সাফ্ফাত

وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ

আর সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে, যিনি বিশ্বজগতের প্রতিপালক।