সূরা : সূরা আন নাঝিয়াত

وَالنّٰزِعٰتِ غَرْقًا ۙ

মতবিরোধ/বিবাদকারীদেরকে ডুবিয়ে দেওয়া হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۙ

আর উসকানি দাতারা শাস্তি পেতে থাকবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۙ

আর তারাই তো তীব্র গতিতে চলে/সাতঁরায়।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَالسّٰبِقٰتِ سَبْقًا ۙ

অতঃপর তারাই দ্রুততর কার্য সম্পাদনে অগ্রসর হয়।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۘ

অতঃপর তারাই সকল কর্ম ব্যবস্থা করে।

সূরা : সূরা আন নাঝিয়াত

يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۙ

যেদিন এই (দুনিয়াকে) কম্পনকারী প্রকম্পিত করবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

تَتْبَعُهَا الرَّادِفَةُ ؕ

তারই পিছনে পিছনে আরও কম্পন আসবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

قُلُوْبٌ يَّوْمَئِذٍ وَّاجِفَةٌ ۙ

সেদিন কতিপয় হৃদয় ভীত-কম্পিত হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

اَبْصَارُهَا خَاشِعَةٌ ۘ

তাদের দৃষ্টিসমূহ ভীতসন্ত্রস্ত হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِي الْحَافِرَةِ ؕ

তারা বলবে, আমরা কি অবশ্যই পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হব ?

সূরা : সূরা আন নাঝিয়াত

ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ

যখন আমরা গলিত হাড়ে পরিণত হব।

সূরা : সূরা আন নাঝিয়াত

قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۘ

তারা বলবে, তাহলে এই প্রত্যাবর্তন তো বড়ই ক্ষতিকর হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاِنَّمَا هِيَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۙ

প্রকৃতপক্ষে তা একটি মাত্র বিকট আওয়াজই হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ؕ

তখন তারা ময়দানে সমবেত হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

هَلْ اَتٰىكَ حَدِيْثُ مُوْسٰي ۘ

আচ্ছা মূসার হাদিস কি তোমাদের কাছে এসেছে ?

সূরা : সূরা আন নাঝিয়াত

اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًي ۚ

যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডাক দিলেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

اِذْهَبْ اِلٰي فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰي ۫ۖ

(এবং বলেন) তুমি যাও ! ফিরআউনের নিকট, নিশ্চয়ই সে সীমালংঘন করেছে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤي اَنْ تَزَكّٰي ۙ

অতঃপর তুমি তাকে জিজ্ঞেস কর, ? তোমার কি এর প্রতি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হবে ?

সূরা : সূরা আন নাঝিয়াত

وَاَهْدِيَكَ اِلٰي رَبِّكَ فَتَخْشٰي ۚ

আর আমি তোমাকে তোমারই প্রতিপালকের দিকে পথ দেখাব। তুমি যেন ভয় কর।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاَرٰىهُ الْاٰيَةَ الْكُبْرٰي ۫ۖ

অতঃপর সে তাকে বড় একটি নিদর্শন দেখায়।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَكَذَّبَ وَعَصٰي ۫ۖ

কিন্তু সে মিথ্যারোপ করে এবং অবাধ্য হয়।

সূরা : সূরা আন নাঝিয়াত

ثُمَّ اَدْبَرَ يَسْعٰي ۫ۖ

এরপরে পিঠ ফিরিয়ে সে প্রতিকারে সচেষ্ট হতে লাগে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَحَشَرَ فَنَادٰي ۫ۖ

পরে লোকজনকে সমবেত করে উচ্চস্বরে ঘোষণা করে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰي ۫ۖ

অতঃপর সে বলে, আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰي ؕ

তখন আল্লাহ তাকে দুনিয়া ও পরকালের শাস্তিতে পাকড়াও করেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰي ؕ

নিশ্চয় এর মধ্যে আছে অবশ্যই শিক্ষা তার জন্যে যে ভয় করে।

সূরা : সূরা আন নাঝিয়াত

ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰهَا ٝ

আচ্ছা ! তোমাদেরকে সৃষ্টি করা কি কঠিন ? না আকাশ সৃষ্টি করা ? তিনি তা নির্মাণ করেছেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۙ

তিনি এর ছাদকে উচুঁ করেছেন অতঃপর তিনি তা সুবিন্যস্ত করেছেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَاَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰهَا ۪

এবং তিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং বের করেছেন তার সূর্যের আলো।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ؕ

এর পরে তিনি এই পৃথিবীটাকে ডিম্বাকৃতি করেছেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰهَا ۪

এবং তিনি তা হতে তার পানি ও তার উদ্ভিদ/তৃণ বের করে থাকেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَالْجِبَالَ اَرْسٰهَا ۙ

এবং পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন।

সূরা : সূরা আন নাঝিয়াত

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ؕ

এসব তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য জীবিকা সামগ্রী।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰي ۫ۖ

অতঃপর যখন মহাসংকট আসবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰي ۙ

সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰي

আর জাহান্নামকে সেদিন দর্শকদের সামনে প্রকাশ করা হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاَمَّا مَنْ طَغٰي ۙ

সুতরাং যে সীমালঙ্ঘনকারী হবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ

এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاِنَّ الْجَحِيْمَ هِيَ الْمَاْوٰي ؕ

নিশ্চয় দোযখই হবে তার চিরস্থায়ী বাসস্থান।

সূরা : সূরা আন নাঝিয়াত

وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَي النَّفْسَ عَنِ الْهَوٰي ۙ

আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় পাবে এবং নিজেকে কুপ্রবৃত্তির খারাপ কামনা হতে বিরত রাখবে।

সূরা : সূরা আন নাঝিয়াত

فَاِنَّ الْجَنَّةَ هِيَ الْمَاْوٰي ؕ

নিশ্চয় জান্নাতই হবে তার চিরস্থায়ী বাসস্থান।

সূরা : সূরা আন নাঝিয়াত

يَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰهَا ؕ

তারা তোমার কাছে বিশেষ সময় (কিয়ামত) সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন ঘটবে ?

সূরা : সূরা আন নাঝিয়াত

فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ؕ

এ ব্যাপারে উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?

সূরা : সূরা আন নাঝিয়াত

اِلٰي رَبِّكَ مُنْتَهٰىهَا ؕ

এর চুড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের নিকটেই আছে।

সূরা : সূরা আন নাঝিয়াত

اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰهَا ؕ

নিশ্চয় তুমি তাকেই সতর্ক করতে পারবে, যে তাঁকে ভয় করে।

সূরা : সূরা আন নাঝিয়াত

كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰهَا

যেদিন তারা তা দেখতে পাবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা অথবা এক সকালের বেশী অবস্থান করেনি।