সূরা : সূরা আত তাগাবুন
يُسَبِّحُ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ۫ وَهُوَ عَلٰي كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
যা কিছু রয়েছে আকাশসমূহে এবং যা কিছু রয়েছে পৃথিবীতে, সবই আল্লাহর জন্যে পবিত্রতা মহিমা ঘোষণা করছে। সার্বভৌমত্ব তাঁরই জন্যে এবং সব প্রশংসাও তাঁরই জন্যে। আর তিনিই সব কিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন।