সূরা : সূরা আত তাগাবুন

يُسَبِّحُ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ۫ وَهُوَ عَلٰي كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

যা কিছু রয়েছে আকাশসমূহে এবং যা কিছু রয়েছে পৃথিবীতে, সবই আল্লাহর জন্যে পবিত্রতা মহিমা ঘোষণা করছে। সার্বভৌমত্ব তাঁরই জন্যে এবং সব প্রশংসাও তাঁরই জন্যে। আর তিনিই‌ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন।

সূরা : সূরা আত তাগাবুন

هُوَ الَّذِيْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ

তিনিই সেই মহান সত্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির আবার তোমাদের মধ্যে কেউ মু'মিন রয়েছে। তোমরা যা কিছু কাজ করছো আল্লাহ সে সব দেখছেন।

সূরা : সূরা আত তাগাবুন

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ وَاِلَيْهِ الْمَصِيْرُ

আকাশসমূহ ও পৃথিবীকে তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন, আর তোমাদের আকার আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিগুলো অতি সুন্দর করেছেন। আসলে তোমাদের সবাইকে তাঁরই নিকট ফিরে যেতে হবে।

সূরা : সূরা আত তাগাবুন

يَعْلَمُ مَا فِي السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ

আকাশ জগতের ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তিনি তা জানেন এবং তিনি জানেন যা কিছু তোমরা গোপন রাখো আর যা কিছু তোমরা প্রকাশ করে থাকো। আর আল্লাহ তো অন্তরসমূহের অবস্থা সম্পর্কে খুব জানেন।

সূরা : সূরা আত তাগাবুন

اَلَمْ يَاْتِكُمْ نَبَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ۫ فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ

তোমার কাছে কি তাদের খবর আসে নি, যারা এর পূর্বে কুফুরী করেছিল। আর তারা তো তাদের কাজের কুফলের স্বাদ চেখে নিয়েছে। আর তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

সূরা : সূরা আত তাগাবুন

ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ يَّهْدُوْنَنَا ۫ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَي اللّٰهُ ؕ وَاللّٰهُ غَنِيٌّ حَمِيْدٌ

এটা এজন্যে যে, তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ তাদের কাছে যখন আসে, তখন তারা বলে, তাহলে কি আমাদের মত মানুষই আমাদেরকে পথ দেখাবে। এভাবে তারা অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়, এবং আল্লাহ বেপরোয়া হয়। আসলে আল্লাহই তো একমাত্র পরোয়াহীন, সুপ্রশংসিত।

*64(6) নং আয়াতের ব্যাখ্যায় 17(91-96),23(24)...।

সূরা : সূরা আত তাগাবুন

زَعَمَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ يُّبْعَثُوْا ؕ قُلْ بَلٰي وَرَبِّيْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ وَذٰلِكَ عَلَي اللّٰهِ يَسِيْرٌ

এই কাফিররা দাবী করছে যে, তাদেরকে কক্ষনো পুনরায় জীবিত করে উঠানো হবেনা। তুমি বলো, অবশ্যই জীবিত করে উঠানো হবে। আমার প্রতিপালকের শপথ ! তোমাদেরকে অবশ্যই পুনরায় জীবিত করে উঠানো হবে। এরপর অবশ্যই তোমাদেরকে সব খবর জানানো হবে, যা কিছু কাজ তোমরা করেছো। আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।

সূরা : সূরা আত তাগাবুন

فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِيْۤ اَنْزَلْنَا ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ

অতএব তোমরা ঈমান আনো আল্লাহ ও তাঁর রাসূলের উপর, আর কোরআনের নূরের উপর, যা আমি অবতীর্ণ করেছি। তোমরা যা কিছু কাজ করছো, আল্লাহ সে সবের খবর খুব রাখেন।

সূরা : সূরা আত তাগাবুন

يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذٰلِكَ يَوْمُ التَّغَابُنِ ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًا يُّكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ

যেদিন তোমাদের সবাইকে একত্রিত করা হবে, সেই সমাবেশের দিন, সেই দিনটিই তো আসলে লাভ লোকসানের দিন। কিন্তু যে কেউ আল্লাহর উপরে ঈমান আনবে, আর সংশোধনের কাজ করবে, তার থেকে তার পাপগুলো মোচন করে দিবেন, আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে ঝর্ণাধারাগুলো প্রবাহিত হচ্ছে। সেখানে তারা চিরকাল বাস করবে। এটাই হচ্ছে বড় সাফল্য।

সূরা : সূরা আত তাগাবুন

وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓئِكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَبِئْسَ الْمَصِيْرُ

আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তারাই তো আগুনের অধিবাসী, চিরকাল তারা সেখানে থাকবে। আর তা কতো নিকৃষ্ট ঠিকানা !

সূরা : সূরা আত তাগাবুন

مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ

কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, তিনি তার অন্তরকে সঠিক পথ বলে দিবেন। আসলে আল্লাহ সব কিছু সম্পর্কে খুব জানেন।

সূরা : সূরা আত তাগাবুন

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰي رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ

তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো । আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া।

সূরা : সূরা আত তাগাবুন

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ وَعَلَي اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ

আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্যিকারের বিধনদাতা নেই। আর মু'মিনদের উচিত আল্লাহর উপরেই নির্ভর করা।

সূরা : সূরা আত তাগাবুন

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

হে যারা ঈমান এনেছ ! নিশ্চয়ই তোমাদের জোড়া ও সন্তানদের মধ্য থেকে কেউ কেউ তোমাদের জন্যে শত্রু। অতএব তাদের সম্পর্কে সতর্ক থাকবে। তবে যদি তোমরা মার্জনা করো, উপেক্ষা করো, আর মাফ করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা : সূরা আত তাগাবুন

اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ

মূলতঃ তোমাদের মালগুলো ও সন্তান সন্ততিরা পরীক্ষার বিষয়। আর আল্লাহর শপথ, তাঁরই কাছে আছে বড় প্রতিফল।

সূরা : সূরা আত তাগাবুন

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِيْعُوْا وَاَنْفِقُوْا خَيْرًا لِّاَنْفُسِكُمْ ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ

অতএব তোমরা আল্লাহর বিধি-বিধান পালন কর যতোটুকু পার। আর শুনো ও আনুগত্য করো, আর তোমরা খরচ করতে থাকো, এতে তোমাদেরই ভালো হবে। আর যে ব্যক্তি তার মনের সংকীর্ণতা/লোভ লালসা হতে বেচে থাকবে, তবে ঐসব লোক তারাই, যারা সফল কাম।

সূরা : সূরা আত তাগাবুন

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌ ۙ

তোমরা যদি আল্লাহকে উত্তম ৠণ দাও, তাহলে তিনি‌ তোমাদের জন্যে তা বাড়িয়ে দিবেন। আর তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বড়ই গুণগ্রাহী ও সহনশীল।

সূরা : সূরা আত তাগাবুন

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الْحَكِيْمُ

আল্লাহ‌ তো অদৃশ্যের ও দৃশ্যের সব কিছুই জানেন। আল্লাহ‌ হলেন মহা-সম্মানিত ও মহা-বৈজ্ঞানিক।