সূরা : সূরা আস সফ

سَبَّحَ لِلّٰهِ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْم

আকাশসমূহে ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, সবই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করছে। আর তিনিই মহা-সম্মানিত, মহা-বৈজ্ঞানিক।

সূরা : সূরা আস সফ

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ

হে যারা ঈমান এনেছ ! তোমরা এমন কথা কেন বলো ! যা তোমরা নিজেরা করো না।

সূরা : সূরা আস সফ

كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ

আল্লাহর কাছে এটা অতিশয় ক্রোধজনক বিষয় যে, এমন কথা তোমরা কেন বলবে ? যা তোমরা কর না।

সূরা : সূরা আস সফ

اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ

নিশ্চয়ই আল্লাহ তাদেরকেই খুব ভালোবাসেন, যারা আল্লাহর (কোরআনের) পথে সিসা ঢালা প্রাচীরের ন্যায় কাতার বেঁধে মুকাবেলা করে।

সূরা : সূরা আস সফ

وَاِذْ قَالَ مُوْسٰي لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِيْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ ؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ ؕ وَاللّٰهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفٰسِقِيْنَ

আর মূসা যখন তার জাতিকে বলে, হে আমার জাতি ! তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ ? অথচ তোমরা নিশ্চয় জান যে, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল। অতঃপর যখন তারা বক্রতা অবলম্বন করে, তখন আল্লাহ তাদের অন্তরসমূহকে বক্র করে দেন। আর আল্লাহ অমান্যকারী-ফাসিক জাতিকে সঠিক পথ দেখান না।

সূরা : সূরা আস সফ

وَاِذْ قَالَ عِيْسَي ابْنُ مَرْيَمَ يٰبَنِيْۤ اِسْرَآءِيْلَ اِنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِيْ مِنْۢ بَعْدِي اسْمُهٗۤ اَحْمَدُ ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ

আর যখন মারইয়ামের পুত্র ঈসা বলে, ‘হে ইসরাঈলের সন্তানগণ, নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল। আমার পূর্ববর্তী বিশেষ আইনের সত্যায়নকারী এবং আমার পর থেকে আগমনকারী রাসূলের সুসংবাদদাতা,যিনি তাঁর নামের সর্বাধিক প্রশংসাকারী। অতঃপর সে যখন সুস্পষ্ট প্রমাণাদিসহ তাদের কাছে আসে, তখন তারা বলে, ‘এটা প্রকাশ্য যাদু’।

সূরা : সূরা আস সফ

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰي عَلَي اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰۤي اِلَي الْاِسْلَامِ ؕ وَاللّٰهُ لَا يَهْدِي الْقَوْمَ الظّٰلِمِيْنَ

তার অপেক্ষা অধিক যালিম আর কেই বা হতে পারে ? যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। অথচ তাকে ইসলাম তথা আত্মসমর্পণের দিকেই আহ্বান করা হয়। আর আল্লাহ (মিথ্যা রচনাকারী) যালিম লোকদেরকে সঠিক পথ দেখান না।

সূরা : সূরা আস সফ

يُرِيْدُوْنَ لِيُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ

(ধর্মজীবি ও রাজনীতিবিদ) তারা চায়, মুখের জোরেই আল্লাহর (কোরআনের) জ্যোতি নিভিয়ে ফেলবে। অথচ আল্লাহ তাঁর জ্যোতির পূর্ণ বিকাশ ঘটাতে চান, যদিও কাফিররা তা অপছন্দ করে।

সূরা : সূরা আস সফ

هُوَ الَّذِيْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰي وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَي الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ

তিনিই সেই মহান, যিনি তাঁর রাসূলকে সঠিক পথ নির্দেশ ও সত্য ফায়সালাসহ পাঠিয়েছেন, যেনো তা সর্বপ্রকারের ফায়সালার উপর সত্য বলে প্রকাশ করে দেন। যদিও অংশীবাদী মুশরিকরা তা অপছন্দ করে।

সূরা : সূরা আস সফ

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰي تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ

ওহে যারা ঈমান এনেছ ! আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্বন্ধে সন্ধান দেব ? যা তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে।

সূরা : সূরা আস সফ

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۙ

(তা এই যে) তোমরা ঈমান আনো আল্লাহ ও তাঁর রাসূলের উপর। আর তোমরা তোমাদের জানপ্রাণ ও মালসমূহ দিয়ে আল্লাহর কোরআনের পথে উৎকৃষ্টতমকর্ম করো। এটাই তোমাদের জন্য উত্তম , যদি তোমরা জানতে।

সূরা : সূরা আস সফ

يَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِيْ جَنّٰتِ عَدْنٍ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ۙ

তিনি তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ হতে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হচ্ছে। কতো না উত্তম বাসগৃহ সমূহ রয়েছে চিরস্থায়ী জান্নাতের মধ্যে। এটাই মহা সাফল্য।

সূরা : সূরা আস সফ

وَاُخْرٰي تُحِبُّوْنَهَا ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَتْحٌ قَرِيْبٌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ

আর অন্য একটি জিনিস, যা তোমরা পছন্দ করো। আল্লাহর থেকে সাহায্য আর আসন্ন বিজয়। আর তুমি মু'মিনদের সুসংবাদ দাও।

সূরা : সূরা আস সফ

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَي ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيّٖنَ مَنْ اَنْصَارِيْۤ اِلَي اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآئِفَةٌ مِّنْۢ بَنِيْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآئِفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰي عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ

হে যারা ঈমান এনেছ ! তোমরা আল্লাহর (রাসূলের) সাহায্যকারী হয়ে যাও। যেমন মারইয়ামের পুত্র ঈসা সাথীদেরকে বলেছে, আল্লাহর দিকে কারা আমার সাহায্যকারী হবে ? তখন সাথীরা বলে, আমরাই আল্লাহর (রাসূলের) সাহায্যকারী। অতঃপর ইসরাঈলের সন্তানদের মধ্যে একদল লোক ঈমান আনে। আর একদল অমান্য করে থাকে। অতঃপর যারা ঈমান আনে আমি তাদেরকে তাদের দুশমনের উপর শক্তিশালী করে দিই। ফলে তারা জয়লাভের ভোর দেখতে পায়।