وَمَاۤ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍ ؕ
সূরা নং : ৩৪
আয়াত নং : ৪৪
আর আমি তাদেরকে এমন কোনো কিতাব দেইনি, যা তারা পড়বে। আর আমি প্রেরণ করিনি তাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী হিসেবে।
*34(44),নং আয়াতের "نذير " /"নাজির" শব্দের ব্যাখ্যায় 41(3,4)21(45),6(19),7(2),14(52),19(97),53(56)...।
এই আয়াতে যাদের কাছে পূর্বে কোনো সতর্ককারী যায়নি ,তাদের নিকট যাওয়ার কথা বলা হয়েছে 28(46),32(3),36(6)...।
সতর্ককারী রাসুলদের সম্পর্কে 4(165),6(48),18(56),57(25)...।
সতর্ককারী নবীদের সম্পর্কে 2(213),33(45)...।
এই আয়াতে আল্লাহ নিজেই সতর্ককারী হিসেবে পরিচয় দিলেন 44(3)...।
সতর্কবাণী সম্পর্কে 54(5,16,18,30,36,37,39,41)67(17)...।