সূরা : সূরা আন নাছর

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۙ

যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,

সূরা : সূরা আন নাছর

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ

আর মানুষকে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার মধ্যে দলে দলে প্রবেশ করতে দেখবে,

সূরা : সূরা আন নাছর

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؕؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا

তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করতে থাকবে। আর তাঁর নিকট ক্ষমা চাইবে। নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাপরবশ।