সূরা : সূরা আন নাছর
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۙ
যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۙ
যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,
وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ
আর মানুষকে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার মধ্যে দলে দলে প্রবেশ করতে দেখবে,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؕؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করতে থাকবে। আর তাঁর নিকট ক্ষমা চাইবে। নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাপরবশ।