সূরা : সূরা আল মুরসালাত

وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ

শপথ কল্যাণস্বরূপ প্রেরিত সেই বায়ুর।

সূরা : সূরা আল মুরসালাত

فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ

অতঃপর প্রলংকারী ঝটিকার।

সূরা : সূরা আল মুরসালাত

وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ

আর মেঘপুঞ্জ বিস্তার করার মতো বিস্তারকারী বায়ুর

সূরা : সূরা আল মুরসালাত

فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ

অতংপর মেঘকে পৃথক করার মতো পৃথককারী বায়ুর।

সূরা : সূরা আল মুরসালাত

فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ

তারপর জাগ্রতকারীদের অন্তরে উপদেশ আনয়নকারী (মালা-ইকাদের)।

সূরা : সূরা আল মুরসালাত

عُذْرًا اَوْ نُذْرًا ۙ

যেনো ওজর আপত্তি দূর হয়। কিংবা সতর্ক করা হয়।

সূরা : সূরা আল মুরসালাত

اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ؕ

তোমাদের সাথে যে বিষয়ে ওয়াদা করা হচ্ছে, তা অবশ্যই সংঘটিত হবে।

সূরা : সূরা আল মুরসালাত

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۙ

অতঃপর যখন তারকাসমূহ নিভে যাবে।

সূরা : সূরা আল মুরসালাত

وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۙ

আবার যখন আসমান ফেটে পড়বে।

সূরা : সূরা আল মুরসালাত

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۙ

আর যখন পাহাড় পর্বত ধূলার মতো উড়তে থাকবে।

সূরা : সূরা আল মুরসালাত

وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ؕ

আবার যখন রাসূলগণকে একত্রিত করা হবে।

সূরা : সূরা আল মুরসালাত

لِاَيِّ يَوْمٍ اُجِّلَتْ ؕ

কোন্ দিনটির জন্য তাদের সব ব্যাপার স্থগিত রাখা হয়েছে ?

সূরা : সূরা আল মুরসালাত

لِيَوْمِ الْفَصْلِ ۚ

সেই ফায়সালার দিনটির জন্যই।

সূরা : সূরা আল মুরসালাত

وَمَاۤ اَدْرٰىكَ مَا يَوْمُ الْفَصْلِ ؕ

তুমি কি জানো সেই ফায়সালার দিনটি কেমন ?

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَ ؕ

আমি কি আগের লোকগুলোকে ধ্বংস করি নি ?

সূরা : সূরা আল মুরসালাত

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ

এরপর আমি পরবর্তী লোকদেরকে তাদের অনুগামী করবো।

সূরা : সূরা আল মুরসালাত

كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ

আমি অপরাধীদের সাথে এরূপই করে থাকি।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন, মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍ ۙ

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি ?

সূরা : সূরা আল মুরসালাত

فَجَعَلْنٰهُ فِيْ قَرَارٍ مَّكِيْنٍ ۙ

অতঃপর আমি তাকে সুরক্ষিত স্থানের মধ্যে আটকিয়ে রেখেছি।

সূরা : সূরা আল মুরসালাত

اِلٰي قَدَرٍ مَّعْلُوْمٍ ۙ

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।

সূরা : সূরা আল মুরসালাত

فَقَدَرْنَا ۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ

তারপরে একটা পরিমাণ ঠিক করে দিয়েছি। অতএব আমি কত উত্তম পরিমাপ নির্ধারণকারী !

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۙ

আমি কি এই পৃথিবীকে গুটানোর উপযুক্ত করে সৃষ্টি করিনি?

সূরা : সূরা আল মুরসালাত

اَحْيَآءً وَّاَمْوَاتًا ۙ

জীবিত ও মৃতদেরকেও।

সূরা : সূরা আল মুরসালাত

وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِيَ شٰمِخٰتٍ وَّاَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ

আর আমিই তার মধ্যে উচ্চ সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি। আর তোমাদেরকে আমিই সুমিষ্ট পানি পান করিয়ে থাকি।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

اِنْطَلِقُوْۤا اِلٰي مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۚ

তোমরা যে সম্পর্কে মিথ্যারোপ করতে এখন তার দিকেই চলো।

সূরা : সূরা আল মুরসালাত

اِنْطَلِقُوْۤا اِلٰي ظِلٍّ ذِيْ ثَلٰثِ شُعَبٍ ۙ

তোমরা সেই ছায়ার দিকে চলে যাও, যার তিনটি শাখা রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

لَّا ظَلِيْلٍ وَّلَا يُغْنِيْ مِنَ اللَّهَبِ ؕ

যাতে শীতলতাও নেই, আর বিশেষ জ্বলন্ত আগুনের শিখা থেকে বাঁচার কোনো পথও নেই।

সূরা : সূরা আল মুরসালাত

اِنَّهَا تَرْمِيْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۚ

নিশ্চয়ই তা এমন স্ফুলিঙ্গকে নিক্ষেপ করবে, যা বড় বড় রাজ প্রাসাদ তুল্য।

সূরা : সূরা আল মুরসালাত

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ؕ

তা যেন হলুদ বর্ণের উট।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে !

সূরা : সূরা আল মুরসালাত

هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَ ۙ

এই হচ্ছে সেই দিন, যেদিন তারা যুক্তির কোনো কথাই বলতে পারবে না।

সূরা : সূরা আল মুরসালাত

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُوْنَ

আর তাদেরকে অনুমতিও দেওয়া হবে না, তাই তারা ওজর-আপত্তিও পেশ করতে পারবে না।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

هٰذَا يَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ

এটা সেই ফায়সালার দিন, আমি তোমাদেরকে, আর তোমাদের পূর্ববর্তীদেরকে একত্র করেছি।

সূরা : সূরা আল মুরসালাত

فَاِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ

এখন যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, কোনো কৌশল করার, তবে তোমরা কৌশল করে দেখো।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ ظِلٰلٍ وَّعُيُوْنٍ ۙ

নিশ্চয় মহৎব্যক্তিরা ছায়ার মধ্যে ও ঝর্ণাধারায় ঘেরা অবস্থায় থাকবে।

সূরা : সূরা আল মুরসালাত

وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَ ؕ

আর থাকবে ফল-মূল, যা তারা চাইবে।

সূরা : সূরা আল মুরসালাত

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓــًٔۢا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ

(বলা হবে) এখন তোমরা খাও এবং পান করো স্বাদ মতো, যে সব কাজ তোমরা করেছো, সে সবের বিনিময়ে।

সূরা : সূরা আল মুরসালাত

اِنَّا كَذٰلِكَ نَجْزِي الْمُحْسِنِيْنَ

এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ

তোমরা আরোও কিছুকাল খেয়ে দেয়ে আমোদ ফূর্তি করে নাও। প্রকৃতপক্ষে তোমরা অপরাধী।

সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ

আর যখন তাদেরকে বলা হয়, তোমরা (আমার রাসুলদের) সহযোগিতা করো। তখন কিন্তু তারা সহযোগিতা করে না।

\*77(48) নং  আয়াতের ব্যাখ্যায় 48(29),3(81), 5(12)...।


সূরা : সূরা আল মুরসালাত

وَيْلٌ يَّوْمَئِذٍ لِّلْمُكَذِّبِيْنَ

সেদিন মিথ্যারোপকারীদের জন্যই ধ্বংস রয়েছে।

সূরা : সূরা আল মুরসালাত

فَبِاَيِّ حَدِيْثٍۭ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ

সুতরাং এই কোরআনের পর তারা আর কোন্ হাদিসের উপর ঈমান আনবে?